গুরুতর অসুস্থ শিশুর জন্য ‘জ্যাক স্প্যারো’র বার্তা
১১ বছর বয়সি এক ছেলের ইচ্ছেপূরণের জন্য কিংবদন্তিতুল্য জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয়ে ফিরে গেলেন জনি ডেপ। খবর বিবিসির।
পাইরেটস অভ দ্য ক্যারিবিয়ানের ভক্ত কোরির দুই-দুইবার হার্ট ট্রান্সপ্লান্টের অপারেশন করা হয়েছে, দুবারই ব্যর্থ হয়েছে। তৃতীয়বার আর অপারেশন না করানোর সিদ্ধান্ত নিয়েছে সে।
১১ বছর বয়সি কোরি আর কতদিন বাঁচবে, তা অনিশ্চিত।
কোরির অন্যতম শেষ ইচ্ছা ছিল তার নায়ক ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গে কথা বলা। আর অভিনেতা তার ইচ্ছা পূরণ করলেন দারুণভাবে।
কোরি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, জনি ডেপ তার বিখ্যাত জলদস্যুর পোশাক পরে খুদে ভক্তের জন্য বার্তা দিচ্ছেন: 'তোমার জন্য শুভকামনা রইল। আমি তোমার এক নম্বর ভক্ত, ক্যাপ্টেন কোরি। তোমার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল, বন্ধু।'
জনি ডেপ বলেন, তিনি তার বন্ধুদেরও কোরির চ্যানেল ফলো করতে উৎসাহিত করবেন।
কোরির চ্যানেলের সাবস্ক্রাইবারদের মধ্যে আছেন হলিউড তারকা ও রেসলার ডোয়েইন 'দ্য রক' জনসনও।
কোরির মা বলেন, ডেপের এই বার্তা তার ছেলে ও বিধ্বস্ত পরিবারের মনোবল চাঙা করেছে।