রাজনীতি করতে টাকা লাগে, আপাতত অভিনয় করে সেটা উপার্জন করবো: রূপা গাঙ্গুলি
দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ার ভারতীয় অভিনেত্রী রূপা গাঙ্গুলির। পদ্মা নদীর মাঝি, বাড়িওয়ালি, অন্তরমহল, হেমলক সোসাইটির মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোতে অভিনয় করে সুনাম অর্জন করেছেন রূপা। মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেনের মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের সাথে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
তবে ক্যারিয়ারে চার বার অভিনয় থেকে বিরতিও নিয়েছেন রূপা, কিন্তু এবারে একটু বেশি সময় নিয়ে ফেলেছেন তিনি। দীর্ঘ আট বছর পর অভিনয়ে ফিরছেন রূপা গাঙ্গুলি। মাঝে প্রায় সাড়ে পাঁচ বছর রাজ্যসভার সাংসদই ছিল তার পরিচয়। সম্প্রতি মেয়াদ শেষ হয়েছে সাংসদ পদের; তারপরেই অভিনয়ে প্রত্যাবর্তন বিজেপি নেত্রীর।
'মেয়েবেলা' নামের একটি সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে ফিরছেন রূপা। কিন্তু অভিনয়ে ফিরেছেন বলে কি রাজনীতিকে বিদায় বলে দিয়েছেন? অভিনয় আর রাজনীতি, দুটো একসাথে কিভাবে সামলানোর পরিকল্পনা করছেন তিনি? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।
সাক্ষাৎকারে রূপা জানান, গত আট বছরে একাধিক সিনেমা-সিরিয়ালের প্রস্তাব পেয়েছেন তিনি; কিন্তু সময়ের অভাবে কাজ করতে পারেননি। তবে এবার সিরিয়ালে কাজ করছেন বলে টিআরপি ও সেখানকার প্রতিযোগিতা সম্পর্কেও অবগত আছেন অভিনেত্রী। তবুও কাজের মান নিয়ে আপস করতে চান না তিনি।
তবে একই সাক্ষাৎকারে রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রূপা গাঙ্গুলি। অভিনেত্রী জানিয়েছেন, আবারও রাজনীতির ময়দানে ফিরে যাওয়ার খুব ইচ্ছা তার। অভিনেত্রীর ভাষ্যে, "রাজনীতি করতে গেলে টাকার প্রয়োজন। আপাতত অভিনয় করে সেই টাকা উপার্জন করবো। রাজনীতি-অভিনয় দুটোই চলবে একসঙ্গে।"
'মেয়েবেলা' সিরিয়ালটি ভারতীয় চ্যানেল স্টার জলসায় ২৩ জানুয়ারি থেকে সম্প্রচার হওয়ার কথা রয়েছে।