ছবি তোলায় পাপারাজ্জির মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন কানিয়ে ওয়েস্ট!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করায় বড় রকম বিতর্কে জড়িয়েছিলেন আমেরিকান র্যাপার কানিয়ে ওয়েস্ট। এরপর থেকে প্রায় গা ঢাকা দিয়েই ছিলেন; তবে সম্প্রতি নিজের সন্তানদের সাথে দেখা করতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তারকা বলে কথা, সেখানেও পাপারাজ্জিরা পিছু ছাড়েনি তার! তাদেরই ক্যামেরার ঝলসানিতে বিরক্ত হয়ে একজনের ফোনই ছুঁড়ে ফেলে দিয়েছেন কানিয়ে!
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জনৈক ব্যক্তি কানিয়ের ভিডিও করছিলেন। কানিয়ে তাকে প্রথমে বলেন- তিনি তার সন্তানদের সাথে দেখা করতে যাচ্ছেন, এখানে যেন তাকে ভিডিও না করা হয়। কিন্তু সাথেসাথেই ওই পাপারাজ্জি জবাব দেন, এখানে তার মতোই আরও শত শত পাপারাজ্জি রয়েছে; আর কানিয়ে তাদের কিচ্ছুটি করতে পারবেন না!"
তখন ওই ব্যক্তি বলেন, "আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? এখানে এরকম শত শত লোক আছে…" তখন কানিয়ে বলেন, "তোমরা কজন আছো তাতে আমার কিছু যায় আসে না। আমি চাই আমার সন্তানদের সাথে দেখা করতে যাওয়ার সময় যেন আমার কোনো ছবি তোলা না হয়।" এর জবাবে পাপারাজ্জি বলেন, "আপনাকে বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে দেখা করতে বাধা দিচ্ছে কে? এটা তো জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গা!"
তার কথা শুনে কানিয়ে তার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে বলেন, "এটাকে বলে মানবাধিকার!" এরপরে তিনি গাড়ি চালিয়ে চলে যান।
কিন্তু ভিডিওতে আবার দেখা যায়, একটি ট্রাফিক স্টপে কানিয়ে নিজের এসইউভি গাড়ি তেকে বেড়িয়ে এসেছেন এবং কিছুদূর সামনে আরেকটি গাড়িতে বসে থাকা এক নারীকে শাসাচ্ছেন। ওই নারীর হাতে তখনো মোবাইল ধরা ছিল এবং তিনি কানিয়ের ভিডিও করছিলেন।
এসময় কানিয়ে ওই নারীকে বলেন, "আপনি কেন আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছেন?" তখন ওই নারী উত্তর দেন- "কারণ আপনি একজন তারকা!"
অতঃপর তাকে 'শিক্ষা দিতে' কানিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন এবং নিজের গাড়ির দিকে চলে যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা টিএমজেডকে জানিয়েছেন, এ ঘটনায় কানিয়েকে সন্দেহভাজন সাব্যস্ত করা হয়েছে এবং ভিডিওটি প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।
সূত্র: মার্কা