আসল শেরশাহকে ভোলেননি সিদ্ধার্থ-কিয়ারা! রিসেপশনে এল বিক্রম বাত্রার পরিবার
গত শনিবার মুম্বাইয়ে ছিল বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির তারকাখচিত রিসেপশন। অনুষ্ঠানের জন্য ম্যাচিং কালো রঙের পোশাক বেছে নিয়েছিলেন নব দম্পতি। অনুষ্ঠানে বলিউড তারকারা তো উপস্থিত ছিলেনই, উপস্থিত ছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবার, যার বায়োপিকে কাজ করতে গিয়েই একে-অপরের প্রেমে পড়েন এই তারকা জুটি।
রিসেপশনে বিক্রম বাত্রার পরিবারের সঙ্গে তোলা একটি ছবিটি সেশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিক্রম বাত্রার ভাই বিশাল বাত্রা দাঁড়িয়ে রয়েছেন ঠিক কিয়ারার পাশেই, আর তার স্ত্রী সিদ্ধার্থের পাশে। বিক্রম বাত্রার ভাতিজি ছবিটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।
কার্গিলের যুদ্ধে ভারতের বীর সন্তান বিক্রম বাত্রা শহিদ হয়েছিলেন। তেরঙ্গা পতাকায় মুড়ে তার নিথর দেহ এসেছিল বাড়িতে। শেরশাহ ছবিতে বিক্রম বাত্রার সাহসিকতার সঙ্গে গোটা দেশকে পরিচয় করিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর কিয়ারা সেই সিনেমায় ছিলেন বিক্রম বাত্রার বাগদত্তার চরিত্রে।
সিড-কিয়ারার বিয়ের দিন অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, উপর থেকে রিল লাইফের শেরশাহ জুটিকে আশীর্বাদ করছেন শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা।
এর আগে ইন্ডিয়ান আইডলের মঞ্চেও বিক্রম বাত্রার মা-বাবার সঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধার্থ আর কিয়ারাকে। বাত্রা পরিবার তাই পৌঁছে গিয়েছিলেন শেরশাহ জুটিকে বিশেষ আশীর্বাদ ও শুভেচ্ছা দিতে।
৭ ফেব্রুয়ারি জয়সালমীরের সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের ছবি শেয়ার করে তাঁরা যৌথ বিবৃতিতে লেখেন, 'আমাদের সারাজীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আপনাদের সবার আর্শীবাদ চাই'। এরপর সেখান থেকে দিল্লি চলে যান বরের বাড়িতে এবং মুম্বাইয়ে ফেরেন ১১ তারিখ।