হঠাৎ অ্যান্টিক স্টোরে জনি ডেপ; কিনলেন ডেস্ক, টেবিল, পেইন্টিং ও গিটার
হলিউড অভিনেতা জনি ডেপের কর্মকাণ্ডের প্রতি ভক্তদের সবসময়ই একটা আলাদা আগ্রহ থাকে। এবার পূর্ব ঘোষণা ছাড়াই লন্ডনের লিঙ্কনশায়ার অ্যান্টিক স্টোরে কেনাকাটা করতে যেয়ে কর্মীদের চমকে দিলেন এ তারকা অভিনেতা। লন্ডনের নতুন বাড়ির জন্য দুর্লভ সব আসবাবপত্র কিনতেই এ শপে গিয়েছিলেন ডেপ। খবর জিও টিভির।
গত শুক্রবার ইউরোপের সর্ববৃহৎ অ্যান্টিক সেন্টার হেমসওয়েলে যান ডেপ। 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিনেমার এ তারকা হেলিকপ্টারে করে আচমকা আগমনে ঐ সেন্টারের সকলে হতবাক হয়ে যায়।
সেন্টারের মালিক রব মিলার গণমাধ্যমকে জানান, লন্ডনে তৈরি করা বাড়ির সাজসজ্জার জন্য ডেপ বেশ কিছু 'অদ্ভুত' ডিজাইনের জিনিসপত্র কিনেছেন। এর মধ্যে ডেস্ক, টেবিল, পেইন্টিং ও চারটি গিটারও রয়েছে।
জিনিসপত্রগুলো ঠিক কী ধরণের ছিল সেটি সম্পর্কে জানতে চাইলে রব বলেন, "ডেপ মূলত আগে প্রচলিত ছিলো, এমন সব ডিজাইনের আসবাবপত্র কিনেছেন। হয়তো ঐ সময়ের জীবনযাপন তিনি পছন্দ করেন।"
জনি ডেপের অন্তরঙ্গ বন্ধু ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী জেফ বেক। কিংবদন্তি ব্রিটিশ এ গিটারিস্ট চলতি বছরের জানুয়ারী মাসেই মৃত্যুবরণ করেছেন। শপে গিটার পছন্দের সময় জনি তার এ বন্ধুকে স্মরণ করছিলেন।
সেন্টারের মালিক রব মিলার আরও জানান, "ডেপ মাথার খুলির মতো ডিজাইন করা একটি ফুলদানি কিনেছেন। এছাড়া শপে থাকা গিটারগুলো ধরে বেশ কয়েকটি সুরও তুলেছেন। হয়তো তিনি তার অতীতের কথা স্মরণ করছিলেন। তারপর তিনি পছন্দ অনুযায়ী শপে থাকা গিটারগুলোর মধ্যে থেকে তিনটি গিটার কিনে নেন।"
একজন 'বিশেষ অতিথি' যে শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটের দিকে যে লিঙ্কনশায়ার অ্যান্টিক স্টোরে কেনাকাটা করতে আসবেন, সেটা সেন্টারের মালিক রব মিলারকে জানানো হয়েছিল। কিন্তু ঐ ব্যক্তি যে তারকা জনি ডেপ, সেটা গোপন রাখা হয়েছিল। কেননা ৫৯ বছর বয়সী এ তারকা চেয়েছিলেন, তার উপস্থিতি জানতে পেরে জনসাধারণ যাতে দোকানে ভিড় না করেন।
সেন্টার মালিক রব মিলার বলেন, "আমরা জনি ডেপের জন্য সেন্টারে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছিলাম। তিনি শপে স্বাভাবিকভাবে হেটে হেটে জিনিসপত্র দেখে স্বচ্ছন্দে সময় কাটিয়েছেন। এছাড়াও তিনি নিজের ইচ্ছামতো গিটার নিয়ে সুর তুলেছেন।"
গতবছর জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যকার বিরোধ নিয়ে ব্যাপক বিতর্কের তৈরি হয়। এমনকি সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন মার্কিন এ অভিনেতা। এ মামলায় ভার্জিনিয়ার একটি আদালতের জুরি সদস্যরা জানিয়েছিলেন, অ্যাম্বার হার্ড তার প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে যে সহিংসতার অভিযোগ এনেছিলেন, তা মিথ্যা এবং অবমাননাকর।
ডেপের মানহানির জন্য অ্যাম্বারকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিল আদালত। এছাড়া ডেপের বিরুদ্ধে ঘরোয়া সহিংসতার অভিযোগ আনার পেছনে সাবেক এ স্ত্রীর অসৎ উদ্দেশ্য ছিল বলেও মন্তব্য করেছিল আদালত।
সূত্র: জিওটিভি