বিল গেটসের ডকুমেন্টরিতে শাহরুখ!
গত সোমবার ভারতকে নিয়ে একটি ডকুমেন্টরি প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস। এ ডকুমেন্টরিতে রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানও। একইসাথে ১ মিনিট ১৪ সেকেন্ডের এ ভিডিওতে ভারতের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। খবর জি নিউজের।
মার্কিন ধনকুবের বিল গেটস গত সপ্তাহে ভারত সফর করেছেন। সফরকালে তিনি রাজনীতিবিদ, ব্যবসায়ী, সোশ্যাল মিডিয়ার তারকাসহ দেশটির বিশিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন।
সফরের শেষদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও সাক্ষাৎ করেন তিনি। দেশটির সরকার প্রধানের সাথে সাক্ষাৎকালে বিল গেটস বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।
গেটস এ সফর শেষে একটি ছোট ডকুমেন্টরি তৈরি করেছেন। এ ডকুমেন্টরিতে স্বাস্থ্যখাতে উন্নয়ন, দারিদ্র বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায়সহ বৈশ্বিক নানা ক্ষেত্রে ভারতের ভূমিকা তুলে ধরা হয়।
তবে ডকুমেন্টরির শুরু দিকেই ছিল সবচেয়ে বড় চমক। এর শুরুতেই ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের 'কিং খান' খ্যাত শাহরুখের 'রা.ওয়ান' সিনেমার একটি ক্লিপ যুক্ত করে দেওয়া হয়। ঐ ক্লিপে শাহরুখকে ট্রেনের ওপর স্টান্ট করতে দেখা যায়। একইসাথে ডকুমেন্টরিতে 'ধুম' সিনেমার মিউজিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে।
এরপর গেটস ডকুমেন্টরিতে ভারতের নানা উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে থাকেন। একইসাথে ভারতে যে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে, সেটিও গেটস উল্লেখ করেন।
গেটস বলেন, "১৯৮০ সালে ভারতের ১০ জন শিশুর মাত্র ১ জন প্রয়োজনীয় ভ্যাক্সিন নেওয়ার সুযোগ পেত। বর্তমানে দেশটির প্রায় ৯০ ভাগ শিশুই প্রয়োজনীয় ভ্যাক্সিন সুবিধা নিতে পারে।"
মার্কিন এ ধনকুবের আরও বলেন, "পূর্বের তুলনায় বর্তমানে ভারতের পিতা-মাতারা সন্তানদের শিক্ষার প্রতি আরও বেশি আগ্রহী হচ্ছে। ১৯৭০ সালে ৫০ শতাংশের মতো শিশু প্রাইমারি স্কুলে যেত। এখন সেই সংখ্যা প্রায় ১০০ ভাগের কাছাকাছি।"
ডকুমেন্টরির শেষদিকে ভারতের মানুষের জীবনযাত্রার মানে যে উন্নতি হয়েছে সেটির ভূয়সী প্রশংসা করেন গেটস। তিনি বলেন, "১৯৮০ সালে মোট জনসংখ্যার প্রায় ৬০ ভাগ দৈনিক ২ ডলারেরও কম আয় করতো। তবে বর্তমানে সে সংখ্যা মাত্র ১০ শতাংশে নেমে এসেছে।"
অন্যদিকে 'গেটস নোট' এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ শেষে বিল গেটস লেখেন, "আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে মরণঘাতী রোগ নির্মূলে দেশটির উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে এসব রোগ নির্মূলে দেশটির কার্যক্রম তুলে ধরেন। বর্তমানে টিবি রোগীদের সরকারের পক্ষ থেকে 'দত্তক' নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে তারা প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা পাচ্ছেন। এইডস এ আক্রান্ত ব্যক্তির প্রতিও একইভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে।"
ভারত সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বিল গেটস বলেন, "করোনা মহামারীর কারণে বিগত তিন বছর আমি খুব একটা কোথাও যাইনি। তবে প্রধানমন্ত্রী মোদী ও আমি নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। বিশেষ করে করোনা টিকা তৈরি ও ভারতের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।"