জেফ বেকের কনসার্টে জনি ডেপ, এরিক ক্ল্যাপটন, রড স্টুয়ার্ট মঞ্চ মাতাবেন
ব্রিটিশ কিংবদন্তি গিটারিস্ট প্রয়াত জেফ বেকের স্মরণে একটি কনসার্টের আয়োজন করা হবে। ঐ কনসার্টে হলিউড অভিনেতা জনি ডেপ, সংগীত শিল্পী এরিক ক্ল্যাপটন ও পপ গায়ক স্যার রড স্টুয়ার্টের মতো তারকারা মঞ্চ মাতাবেন। খবর জিও টিভির।
আগামী মে মাসের ২২ ও ২৩ তারিখে লন্ডনের রয়েল আলবার্ট হলে বিখ্যাত এ গিটারিস্টের প্রতি সম্মান প্রদর্শনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। জেফ বেকের স্ত্রী সান্দ্রা বেক ও শিল্পী এরিক ক্ল্যাপটন কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন।
কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কাছকাছি সময়ে ফাইনাল লাইন-আপ ঠিক করা হবে। ধারণা করা হচ্ছে যে, বিশ্ব সংগীত অঙ্গনের আরও বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী এ তালিকায় যুক্ত হবেন।
জেফ বেক ব্যান্ড এবং রোন্ডা স্মিথ, আনিকা নিলস ও রবার্ট স্টিভেনসনের মতো তারকারা এ কনসার্টে পারফর্ম করবেন বলে জানা গেছে। এছাড়াও গ্যারি ক্লার্ক, বিলি গিবনস, ডয়লে ব্রামহালের মতো সঙ্গীত তারকারাও কনসার্টটিতে পারফর্ম করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।
জনি ডেপের সাথে সাবেক সঙ্গী অ্যাম্বার হার্ডের বিতর্কের মাঝেই এ অভিনেতার সাথে যৌথভাবে এ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন বেক। গত বছরের ১৫ জুলাই এ দুই তারকা '১৮' নামের রক ঘরানার একটি এ্যালবাম প্রকাশ করেন। বেক ও ডেপ একসাথে কিছু লাইভ পারফরম্যান্সও করেছেন।
চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে সংক্রামিত হয়ে ৭৮ বছর বয়সে জেফ বেক চলে যান না ফেরার দেশে। ইতিহাসের অন্যতম সেরা গিটারিস্ট হিসেবে এ তারকাকে বিবেচিত করা হয়।
১৯৪৪ সালে লন্ডনে জন্ম নেওয়া বেক মোট আটবার গ্র্যামি জিতেছেন। গত শতকের ষাটের দশকে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তিনি। এমনকি রোলিং স্টোন সাময়িকীর সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় এ তারকার অবস্থান পাঁচ নম্বরে।