অভিনয়ের আঙ্গিনায় আমাকে মাঝে মাঝেই দেখা যাবে: অপি করিম
১৯৯৯ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়ে মিডিয়ায় পা রাখেন অপি করিম। এরপর বিজ্ঞাপনের মডেলিং থেকে শুরু করে টিভি ও মঞ্চ নাটকেও অভিনয় করেছেন নিয়মিত।
তার অভিনীত অসংখ্য নাটক এখনও দর্শকের আগ্রহের মধ্যে রয়েছে। ইউটিউব চ্যানেলে এখনও জনপ্রিয় এই অভিনেত্রী। নাচেও রয়েছে তার বিশেষ দক্ষতা। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অপি করিমের নাচ স্বীকৃতিও পেয়েছে একাধিকবার।
এরপর হঠাৎই মিডিয়া থেকে বিরতি নেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর গেল ফেব্রুয়ারিতে আবারও অভিনয় দিয়ে দর্শকের সামনে ফিরলেন তিনি। কিন্তু এবার নাটক নিয়ে নয়, ফিরেছেন সিনেমা দিয়ে।
কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে 'মায়ার জঞ্জাল' নামে নির্মিত হয়েছে সিনেমা, যার চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। ফেব্রুয়ারির ২৪ তারিখ বাংলাদেশ এবং কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।
সিনেমাটিতে অপি করিমকে কলকাতার মেয়ে সোমার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সোমার স্বামী চাঁদুর চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা। এদিকে, সোমা এ ধরনের চাকরিতে মানিয়ে নিতে গিয়ে হারিয়ে ফেলেন পারিবারিক বন্ধন। নিম্নবিত্ত জীবনের এক নিদারুন কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যায় সোমার দিনকাল।
সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, "মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক। তারই গল্প নিয়ে তৈরি সিনেমায় অভিনয় করতে পারাটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল। তবে সহশিল্পী এবং পরিচালকের সহযোগিতায় এই কঠিন চরিত্রটি রপ্ত করার চেষ্টা করেছিলাম।"
"কতটুকু সফল হয়েছি, তা দর্শকই ভালো বলতে পারবেন। তবে অভিনয় জীবনের এ পর্যায়ে এসে এ ধরনের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য ইতিবাচকই হয়েছে," যোগ করেন অভিনেত্রী।
গত কয়েক বছর ধরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন অপি করিম। এই ব্যস্ততার মাঝেও অভিনয় নিয়ে তার রয়েছে ইতিবাচক মনোভাব। তিনি বলেন, "চাকরি, পরিবার ও সন্তানের পাশাপাশি ভালো কাজকে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি। ভালো কাজের অফার পেলে সেই কাজটি করার চেষ্টা থাকে আমার। ভালো কিছু করার জন্য সবসময় আমার তাগিদ থাকে।"
দীর্ঘ সময় ধরে গুঞ্জন ছিল যে, অপি করিম হয়তো শিক্ষকতার কারণে অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন। কারণ মায়ার জঞ্জালের শুটিং তিনি করেছেন ২০১৯ সালে। এরপর থেকে তাকে আর কোনো কাজে দেখা যায়নি। তাই দর্শক এবং বিনোদন জগতের সবার ধারণা, অপি করিম নতুন করে অভিনয়ে আসছেন না আর।
এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, "আমি তো অভিনয় ছাড়িনি। আমি মনে করি, অভিনয়ে অনেক কিছুই দেওয়ার আছে। মূলত কোভিডের কারণেই অভিনয়ে দীর্ঘ বিরতি পড়েছে। তাছাড়া মাতৃত্বের কারণেও কিছুটা দুরত্ব তৈরি হয়েছিল অভিনয় অঙ্গনের সঙ্গে। তবে আমাকে অভিনয়ের আঙ্গিনায় মাঝে মাঝেই দেখা যাবে। সে প্রস্তুতিও আছে আমার। ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি। সেটির সমন্বয় হওয়া মাত্র দর্শক আমাকে দেখতে পাবেন।"
এর আগে, দুটি সিনেমায় অভিনয় করেছেন অপি করিম। একটি হুমায়ূন আহমেদ পরিচালিত 'শঙ্খনীল কারাগার', অন্যটি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় 'ব্যাচেলর'। ২০০৪ সালে 'ব্যাচেলর' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
অপি করিম টিভি অনুষ্ঠানেও উপস্থাপনা করেছেন দীর্ঘ সময়। পাশাপাশি গানের কণ্ঠ বেশ সুরেলা তার। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই গুণী অভিনেত্রীর বিনোদন মিডিয়ায় নিয়মিত হওয়ার ঘোষণা ইতিবাচকভাবে নিয়েছেন দর্শকরা।
বর্তমান সময়ে প্রচুর কাজ হলেও মান সম্মত কাজ কম হচ্ছে, এর অন্তরায় হিসেবে বিবেচিত হচ্ছে গুণী শিল্পীর অপ্রতুলতা। অপি করিম নিয়মিত হলে সেই ঘাটতি সহজেই পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।