৪০ মিলিয়ন ডলারে ভূতুড়ে বাড়ি বিক্রি করেছেন অভিনেতা ব্র্যাড পিট!
চলতি মাসের শুরুতেই নিজের হলিউড হিলসের বাড়ি বিক্রি করে বিপুল পরিমাণ টাকা পকেটে পুরেছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, প্রায় ৪০ মিলিয়ন ডলারে বাড়িটি বিক্রি করেছেন 'ফাইট ক্লাব' তারকা। কিন্তু তার এই বাড়ি সম্পর্কে আরও একটি অদ্ভুত তথ্য হলো- অত্যন্ত বিলাসবহুল এই বাড়িটি আসলে ভূতুড়ে!
আজ থেকে ৩০ বছর আগে মার্কিন অভিনেত্রী ক্যাসান্ড্রা পিটারসনের কাছ থেকে দুই একরের এই প্রপার্টি কিনেছিলেন ব্র্যাড পিট। মাত্র ১.৭ মিলিয়ন ডলারে এই বাড়িটি কিনেছিলেন তিনি, কিন্তু বিক্রি করেছেন এর প্রায় ২৪ গুণ বেশি দামে!
লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে, এটি চলতি বছরে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া প্রপার্টিগুলোর একটি এবং হলিউড হিলস এলাকার সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাড়ি।
কিন্তু পিট যখন এই বাড়িটি কেনেন তখনই তিনি জানতেন যে এই বাড়িটি ভূতুড়ে। বাড়ির পূর্ববর্তী মালিক, অভিনেত্রী ক্যাসান্ড্রা পিটারসন আগেই পিটকে সতর্ক করেছিলেন যে এই বাড়িতে নানা ভূতুড়ে কার্যকলাপ দেখা যায়। তিনি বলেছিলেন, "এখানে অনেক অদ্ভুত ব্যাপার ঘটে। এমন অনেককিছুই এখানে ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই।"
পিটারসনের ভাষায়, এই বাড়ির একদম ওপরের তলায় তিনি মানুষরূপী কাউকে দেখেছেন, মেয়েদের হিল পরে হাঁটার শব্দ পেয়েছেন, যেন সে সারাক্ষণ সিঁড়ি দিয়ে ওঠানামা করছে।
পিটারসন আরও জানান, তিনি এই বাড়ির সুইমিং পুলে এক নারীর মৃতদেহ ভাসতে দেখেছেন এবং ফায়ারপ্লেসের কাছে এক পুরুষকে দেখেছেন।
"আমাদের বাড়ির সহায়তাকারীরা এবং আমার স্বামীও এগুলো দেখেছে। এগুলো বানানো গল্প নয় বা হ্যালুসিনেশন নয়", বলেছিলেন ক্যাসান্ড্রা পিটারসন। এমনকি এই বাড়ি থেকে খারাপ আত্মা দূর করতে পাদ্রীও ডাকা হয়েছিল।
কিন্তু এই সবকিছু শুনেও পাত্তা দেননি ব্র্যাড পিট। বরং অভিনেতা মনে করেছিলেন, এরকম একটি ভূতুড়ে বাড়িতে থাকাটা 'ফ্যান্টাস্টিক' অভিজ্ঞতা হবে! আর সত্যিকার অর্থেই তিনি এবং তার স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি প্রায় ৩০ বছর এই বাড়িতে থেকেছেন।
"সে খুব খুশি হয়েছিল। সে বলেছিল আমি যা যা বলছি এগুলো শুনে সে মজা পাচ্ছে", বলেন পিটারসন। ১৯৯৪ সালে তিনি ব্র্যাড পিটের কাছে এই বাড়ি বিক্রি করে দিয়েছিলেন। এবার দেখার অপেক্ষা, বাড়ির নতুন বাসিন্দারা সেই ভূতুড়ে কার্যকলাপের ফাঁদ থেকে রেহাই পান কিনা!