মেট গালাতে আলিয়াকে ভুলে ‘ঐশ্বরিয়া’ বলে সম্বোধন করলেন পাপারাজ্জিরা!
ভারতীয় তারকাদের মধ্যে বিশ্বব্যাপী পরিচিতির দিক থেকে প্রথম সারিতে যাদের নাম থাকবে, ঐশ্বরিয়া রাই তাদের মধ্যে একজন। ক্যারিয়ারে বহুবার আন্তর্জাতিক নানা ইভেন্টে অংশ্রগ্রহণ করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বিভিন্ন ফ্যাশন শো'তে চোখ ধাঁধানো পোশাকে দেখা গেছে অ্যাশকে। সম্প্রতি মেট গালাতে অভিষেক হয়েছে আরেক ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের। কিন্তু অনুষ্ঠানে পাপারাজ্জিদের কয়েকজন কিনা তাকেই ঐশ্বরিয়া বলে ভুল করলেন! খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রয়াত জার্মান ফ্যাশন ডিজাইন কার্ল লাগারফেল্ডের সম্মানে আয়োজিত এই এবারের মেট গালায় অংশ নেননি ঐশ্বরিয়া। কিন্তু তিনি যে কতটা জনপ্রিয় তা নিউইয়র্কের কিছু পাপারাজ্জির এই 'ভুল' থেকেই বোঝা যায়!
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের লালা গালিচায় হাঁটছেন আলিয়া। পাশেই কয়েকজন ফটোগ্রাফার তাকে ঐশ্বরিয়া বলে ডাকছেন। কেউ কেউ বলছিলেন- 'ঐশ্বরিয়া এদিকে তাকান, ওই পাশে তাকান প্লিজ।'
তবে পাআরাজ্জিদের এই ভুলে বিরক্ত বা মর্মাহত হননি আলিয়া। হাসিমুখে ছবির জন্য পোজ দিয়ে গেছেন তিনি। তবে রেডইটে প্রকাশিত সেই ভিডিও দেখে নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন- 'সারা বিশ্বের পাপারাজ্জিরা যেন একই রকমের'।
আবার কিছুদিন আগে ভারতে অনুষ্ঠিত নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার-এর অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে কেউ কেউ মন্তব্য করেছেন, "ভারতে জেনডায়াকে 'ঝান্ডায়া', 'এটা কি শাকিরা নাকি', আবার টম হল্যান্ডকে 'মাকড়ি ম্যান' ইত্যাদি বলার প্রতিশোধ নিচ্ছে ওখানকার পাপারাজ্জিরা!"
প্রসঙ্গত, মেট গালায় আলিয়া ভাট পরেছিলেন প্রবাল গুরুং এর নকশা করা অজস্র মুক্তাখচিত বল গাউন। তার এই পোশাক অনেককেই মুগ্ধ করেছে। এছাড়া, মেটা গালার বেশকিছু ছবি শেয়ার করেছেন 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী এবং করণ জোহর, আনুশকা শর্মা, সালমান খানের মতো তারকারা তাকে অভিনন্দন জানিয়েছেন।