ডিওরের সাথে জনি ডেপের রেকর্ড ২০ মিলিয়ন ডলারের চুক্তি!
হলিউড তারকা জনি ডেপ সম্প্রতি ফরাসি লাক্সারি ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের সাথে ২০ মিলিয়ন ডলারের চুক্তি করেছেন। ভ্যারাইটি ম্যাগাজিন সূত্রে জানা যায়, তিন বছরের এ চুক্তিটি অর্থের দিক দিয়ে পুরুষদের সুগন্ধি পণ্যের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।
২০১৫ সাল থেকেই ডেপ 'ডিওর সুভাজ ফ্রেগ্রেন্স ফর ম্যান'-এর সাথে চুক্তিবদ্ধ ছিলেন। ডিওরের প্যারেন্ট কোম্পানি এলভিএইচএমের সিইও বার্নার্ড আর্নো চলতি বছরের জানুয়ারিতে বলেছিলেন, "ডিওরের সুগন্ধি পণ্যের সফলতার পেছনে ডেপের ইতিবাচক ইমেজের অবদান রয়েছে।"
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার ২০ মিলিয়নের চুক্তির আগে সুগন্ধি পণ্যের জগতে সবচেয়ে বড় চুক্তিটি ছিল রবার্ট প্যাটিসনের দখলে। ২০১৩ সালে ডিওর অম'-এর প্রচারণায় ১২ মিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন তিনি।
এছাড়াও শ্যানেল ফাইভ পারফিউমের প্রচারের জন্য শ্যানেলের সাথে ৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন ব্র্যাড পিট। আর আরমানির সাথে এক বছরের জন্য ৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন ক্রিস পাইন।
গত বছর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানি মামলা চলাকালীন ডেপের সঙ্গে সম্পর্কের ইতি ঘটায় বেশ কয়েকটি ব্র্যান্ড। কিন্তু সেই কঠিন সময়টাতেও ৫৯ বছর বয়সী অভিনেতার সাথে চুক্তি বাতিল করেনি ডিওর।
২০১৯ সালে ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড একটি স্বনামধন্য পত্রিকার উপ-সম্পাদকীয়তে নিজেকে 'গৃহ-সহিংসতার শিকার' বলে দাবি করার পর হলিউডের ক্যান্সেল কালচারের শিকার হন ডেপ। তার হাত থেকে বড় বড় প্রজেক্ট ছুটে যায় এবং অনেক তারকা-পরিচালক-প্রযোজকেরা তাকে বর্জন করেন।
এরপর অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে পাল্টা মানহানি মামলা করে সেই মামলায় নির্দোষ প্রমাণিত হন এবং জয়লাভ করেন ডেপ। এর ফলে হলিউডে নতুন করে ক্রেজ তৈরি হয় 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকাকে নিয়ে।