জ্যামের মধ্যে ভক্তের মোটরসাইকেলে লিফট, ইনস্টাগ্রামে ধন্যবাদ জানালেন অমিতাভ
শ্যুটিং এর লোকেশনে সঠিক সময়ে পৌঁছাতে অচেনা এক ভক্তের মোটরসাইকেলে লিফট নিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার ইনস্টাগ্রামে মোটরসাইকেলে বসা ছবি শেয়ার করে ওই ব্যক্তিকে ধন্যবাদও জানিয়েছেন বিগ বি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অমিতাভকে দেখা যায় সেই মোটরসাইকেল আরোহীর বাইকের পেছনে বসে আছেন। তার পরনে ছিল কালো টি-শার্ট, নীল ট্রাউজার এবং বাদামিরঙা ব্লেজার; সেই সাথে পায়ে ছিল সাদা স্নিকার্স।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, "আমাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু... আমি তোমাকে চিনি না।। কিন্তু তুমি আমার কথায় আমাকে কাজের জায়গায় পৌঁছে দিতে রাজি হয়েছো... তীব্র জ্যাম এড়িয়ে দ্রুত সেখানে পৌঁছে দিয়েছো। সেজন্য হলুদ টি-শার্ট, শর্টস ও ক্যাপ পরা এই মানুষটাকে ধন্যবাদ।"
অমিতাভের এই পোস্টে তার নাতি নব্য নভেলি নন্দা হাসির এবং রেড হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। রোহিত বসু রায় কমেন্ট করেছেন- 'আপনি এই পৃথিবীর সবচেয়ে কুল মানুষ অমিতজি!'
সায়নী গুপ্ত নামের আরেকজন কমেন্ট করেছেন- "সবসময় শুনেছি যে আপনি কাজের ক্ষেত্রে ভীষণ সময়ানুবর্তী, আজ এই ছবি দেখে বুঝলাম আপনি সময়কে কতটা গুরুত্ব দেন। আমার মনে হয় অভিনেতাদের আপনার কাছ থেকে এগুলো শেখার আছে।"
এদিকে সোশ্যাল মিডিয়া ইউজারদের কেউ একজন লিখেছেন- 'আপনি অচেনা একজনের বাইকে উঠে পড়লেন হাহাহা!' আরেকজন অবশ্য তাদের হেলমেট না পরার দিকে ইঙ্গিত করেছেন।
অচেনা ভক্তের বাইকে চড়ার ছবি নিজের ব্লগেও শেয়ার করেছেন অমিতাভ। এখানে তিনি রাস্তায় তীব্র জ্যাম, গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম না মানা, হেলমেট না পরার সমালোচনাও করেছেন।
আগামীতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে 'প্রজেক্ট কে' ছবিতে, যেখানে অভিনয় করবেন দীপিকা পাডুকোন ও প্রভাস। এছাড়াও রিভু দাশগুপ্তের কোর্টরুম ড্রামা 'সেকশন ৮৪'তেও দেখা যাবে অমিতাভকে।