ক্যান্সার আক্রান্ত ভক্তের ‘শেষ ইচ্ছা’ পূরণ করলেন শাহরুখ খান
স্বপ্নের নায়ক শাহরুখ খানকে দেখাই ছিল ক্যান্সারের সঙ্গে লড়াই করতে থাকা শিবানী চক্রবর্তীর শেষ ইচ্ছা। মেয়ে প্রিয়া চক্রবর্তীর কাছে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন ৬০ বছর বয়সী এই বৃদ্ধা। তাই মায়ের ইচ্ছা পূরণ করতে আশায় বুক বেঁধে পুরো ঘটনা টুইটারে পোস্ট করেন প্রিয়া চক্রবর্তী। আর সাড়াও মিলে যায়! বলিউডের বাদশাহ শাহরুখ খান সামনাসামনি দেখা না দিলেও, ভিডিও কলে কথা বলেছেন তার ভক্তের সঙ্গে। তাদের এই ভিডিও চ্যাটের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর এনডিটিভির।
ঘাতক ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন উত্তর চব্বিশ পরগণার খড়দার দক্ষিণপল্লীর বাসিন্দা শিবানী চক্রবর্তী। ভক্তের শেষ ইচ্ছা পূরণের ডাকে ইতোমধ্যেই সাড়া দিয়েছেন শাহরুখ খান। সোমবার রাতে ভিডিও কলে দীর্ঘ সময় শিবানীর সঙ্গে কথা বলেছেন শাহরুখ।
শিবানী চক্রবর্তীর কন্যা বলেন, "মায়ের সঙ্গে শাহরুখ স্যারের বিস্তারিত কথা হয়েছে। আমার সঙ্গে কথা বলেছেন উনি। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিয়েছেন, জানিয়েছেন উনি মায়ের জন্য প্রার্থনা করবেন। তিনি মাকে কথা দিয়েছেন যে আমার বিয়েতে আসবেন এবং মায়ের হাতে রান্না করা মাছের ঝোল খাবেন।"
শিবানী চক্রবর্তীর ঘরভর্তি শাহরুখের ছবি, ফিল্মের পোস্টার। বলিউড তারকার কঠিন ভক্ত তিনি। হিন্দুস্তান টাইমস সূত্রে খবর, শিবানীর পরিবার জানিয়েছে, ২০২১ সাল নাগাদ কোমরের অপারেশন হয় শিবানী দেবীর। সেই সময়ই জানা যায়, ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে।
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে 'পাঠান' চলচ্চিত্রে। শাহরুখ, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান' ভারতে মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। মুক্তির পরপরই বিশ্বব্যাপী ক্রেজ তৈরি করে ছবিটি। সেই সঙ্গে বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী হাজার কোটি রূপির বেশি ব্যবসা করেছে এই ছবি।