‘আদিপুরুষ’ সিনেমার সংলাপ নিয়ে আপত্তি; কাঠমান্ডু ও পোখারায় নিষিদ্ধ বলিউড সিনেমা
রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত ভারতীয় সিনেমা 'আদিপুরুষ' নিয়ে চলছে একের পর এক বিতর্ক। এবার সিনেমাটিতে বিতর্কিত সংলাপের সূত্র ধরে নেপালের কাঠমান্ডু ও পোখারায় বলিউড সিনেমা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
সিনেমাটির একটি সংলাপকে 'আপত্তিকর' আখ্যা দিয়ে সেটিকে সরিয়ে ফেলার দাবি করেছে শহর দুটির কর্তৃপক্ষ। কেবল তখনই বলিউড সিনেমা প্রদর্শনের ফের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
'আদিপুরুষ' এর নির্মাতারা জানান, সিনেমাটি পৌরাণিক রাম, রাবণ ও সীতার কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিনেমার মূল চরিত্রগুলোর নাম রাঘব, লঙ্কেশ ও জানকী।
বিতর্কের শুরু মূলত জানকী চরিত্রকে ঘিরে এক সংলাপকে কেন্দ্র করে। সংলাপে জানকীকে 'ভারতের কন্যা' বলে সম্বোধন করা হয়েছে।
নেপালের মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগই হিন্দু জনগোষ্ঠী। তাদের বিশ্বাস, সীতা জন্মেছে জনকপুরে, যা দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে ২২০ কিলোমিটার দূরবর্তী একটি শহর।
ঐতিহাসিক এ সূত্র ধরে কাঠমান্ডু ও পোখারার দুই মেয়র সিনেমায় জানকী সম্পর্কে ঐ সংলাপের তীব্র সমালোচনা করেছেন।
কাঠমান্ডুর মেয়র বলেদ্র শাহ গত রবিবার ফেসবুকে এক পোস্টে জানান, তিনি শহরটির সব প্রেক্ষাগৃহে বলিউড সিনেমার প্রদর্শন বন্ধ করার নির্দেশনা দিয়েছেন। একইসাথে 'আদিপুরুষ' সিনেমার সংশ্লিষ্টদের প্রতি সংলাপটি সরিয়ে ফেলারও দাবি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে বলেদ্র শাহ বলেন, "আদিপুরুষ সিনেমা থেকে আপত্তিকর অংশটি সরিয়ে না ফেলা পর্যন্ত কাঠমান্ডু মিউনিসিপ্যালিটি এলাকায় কোনো ভারতীয় সিনেমা প্রদর্শিত হবে না।"
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর তথ্যমতে, পোখারা মেট্রোপলিটনের মেয়র ধনরাজ আচার্যও শহরের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে গত শনিবার সিনেমাটির সহ-গল্পকার মানোজ মুনতাসীর শুকলা জানান, সিনেমাটির কিছু সংলাপে পরিবর্তন আনা হবে। কারণ সেগুলো অনেক দর্শকের অনুভূতিতে আঘাত হেনেছে। সেক্ষেত্রে তিনি ভারতীয় দর্শকের কথা বলেছেন না-কি নেপালের দর্শকদের কথা বলেছেন সেটা স্পষ্ট নয়।
অন্যদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সিনেমাটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহকে চিঠি লিখেছেন। চিঠিতে সংস্থাটি জানায়, সিনেমাটিকে কেন্দ্র করে সম্প্রীতি নষ্ট করার কোনো ইচ্ছাই তাদের ছিল না।
প্রভাস, কৃতি স্যানন ও সাইফ আলী খানের অভিনয়ে নির্মিত আদিপুরুষ সিনেমাটি গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই বহু ভারতীয় দর্শক সিনেমাটির ভিজুয়াল ইফেক্ট ও কিছু সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছে।
তারই সূত্র ধরে খোদ ভারতেই সিনেমাটি নিষিদ্ধ করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়। তবে গত শনিবার টি-সিরিজের পক্ষ থেকে জানানো হয়, প্রেক্ষাগৃহে সিনেমাটির 'বাম্পার ওপেনিং' হয়েছে।
অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কংগ্রেস নেতা ও ছত্রিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল সিনেমাটিতে ব্যবহার করা ভাষাকে 'অশালীন' বলে মন্তব্য করেছেন। একইসাথে রাজ্যটিতে সিনেমাটি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করবেন বলেও জানিয়েছেন।
মূলত ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় সম্প্রদায় ভেদে রামায়ণের একাধিক উপস্থাপনা রয়েছে। আর এর ফলেই সিনেমাটিতে একক উপস্থাপনা বিতর্কের সৃষ্টি করছে বলে মনে করেন বহু বিশেষজ্ঞ।
অন্যদিকে সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার জন্য ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হিন্দি ও তেলেগু দুই ভাষাতেই সিনেমাটির শুটিং করা হয়েছে। পাশাপাশি ভারতে প্রচলিত বেশ কয়েকটি ভাষায় মোট ৬ হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।
গত অক্টোবরে সিনেমাটির টিজার প্রকাশের পরেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই সিনেমাটির গ্রাফিক্সকে 'কার্টুনের মতো' বলে ঠাট্টা করেছেন। এমনকি সিনেমার ভিজুয়ালকে 'গেম অফ থ্রোনস' এর মতো সিরিজের অনুকরণে তৈরি বলেও অভিযোগ করেছেন।