আলোচনা ব্যর্থ, ধর্মঘটে যাচ্ছেন হলিউডের অভিনেতারা
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্যকারদের পাশাপাশি এবার হলিউড অভিনেতারাও ধর্মঘটের ডাক দিয়েছেন। স্টুডিওগুলোর সঙ্গে কোনো মীমাংসা ছাড়াই আলোচনা শেষ হবার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত (বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুরে) থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন তারা।
গত ৬৩ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রে অভিনেতা ও লেখকেরা একযোগে ধর্মঘট করছেন। তাদের এই দ্বৈত ধর্মঘটের ফলে যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে প্রচুর চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের কাজ বন্ধ রাখতে বাধ্য করবে স্টুডিওগুলোকে। একদিনে চিত্রনাট্যকারদের ধর্মঘটের ফলে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, অভিনেতাদের ধর্মঘটের ফলে তা আরও বৃদ্ধি পাবে যা এই ব্যবসার পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় থাকা ইন্ডাস্ট্রির জন্য আরও একটি বড় ধাক্কা।
হলিউডের সবচেয়ে বড় ইউনিয়ন এসএজি-এএফটিআরএ ১৬০,০০০ ফিল্ম ও টেলিভিশন অভিনেতাদের প্রতিনিধিত্ব করে। এসএজি-এএফটিআরএ এবং রাইটারস গিল্ড অব আমেরিকা, উভয়েই তাদের বেশকিছু দাবি পেশ করেছে। এর মধ্যে রয়েছে, স্ট্রিমিং সার্ভিসে অভিনেতাদের পারিশ্রমিক বৃদ্ধি এবং সেইসঙ্গে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যে তাদের জায়গা দখল করবে না সেই নিশ্চয়তা দেওয়া।
বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে অভিনেতাদের ইউনিয়ন ঘোষণা দেয় যে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ধর্মঘটে যাবেন অভিনেতারা। উল্লেখ্য যে, গত মে মাস থেকেই যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টিভি লেখকেরা ধর্মঘটে নেমেছেন।
এসএজি-আফট্রা'র সভাপতি, 'দ্য ন্যানি' টিভি শো তারকা ফ্রান ড্রেশার অভিনেতাদের দাবির প্রতি স্টুডিওগুলোর জবাবকে 'অপমানজনক ও অসম্মানকর' বলে অভিহিত করেন।
তিনি বলেন, "আমরা যাদের সঙ্গে লেনদেন করছি তারাই আমাদের সঙ্গে এই আচরণ করছে দেখে আমি হতবাক। আমি বিশ্বাস করতে পারছি না যে, তারা আমাদের সামনে খালি অর্থাভাবের কথা বলে, বলে যে তাদের প্রচুর টাকা লোকসান হচ্ছে; অথচ অন্যদিকে তাদের সিইওদের মিলিয়ন মিলিয়ন ডলার ঠিকই দিচ্ছে তারা। এটা খুবই বিশ্রি একটা ব্যাপার।"
দ্য অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস (এএমপিটিপি) নেটফ্লিক্স, ওয়াল্ট ডিজনি এবং অন্যান্য কোম্পানির হয়ে নেগোসিয়েশন করে। এই সংস্থাটি জানিয়েছে, 'এসএজি-আফট্রা যেভাবে আলোচনা থেকে বেরিয়ে গেছে তা হতাশাজনক।'
সংস্থাটি বলছে, তারা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হারে 'মিনিমাম পে লেভেল' বা সর্বনিম্ন পারিশ্রমিক হার বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। এছাড়া, পেনশন, স্বাস্থ্যসেবা ইত্যাদি ভাতা বৃদ্ধির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যেন অভিনেতাদের ক্ষতি না হয়, তাদের ডিজিটাল ইমেজ যেন অনুমতি ছাড়া ব্যবহৃত না হয়, সে বিষয় মাথায় রেখেও কিছু প্রস্তাব দিয়েছিল বলে দাবি এএমপিটিপি'র।
এদিকে ১১০০০ চিত্রনাট্যকার ধর্মঘটে যাওয়ায় লেট-নাইট টিভি টকশো প্রচুর রি-রান করতে হচ্ছে, শরৎকালীন টিভি সিজনের প্রোডাকশন ব্যহত হচ্ছে এবং বড় বাজেটের সিনেমার কাজ আটকে গেছে।