‘নিউ ইয়র্ক’ সিনেমায় নওয়াজউদ্দিনের অভিনয় দেখে কেঁদে ফেলেন ইরফান খান!
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'নিউ ইয়র্ক' সিনেমার খুবই ছোট একটি রোলে অভিনয় করেছিলেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি। আর ঐ চরিত্রটিতে খ্যাতিমান এ অভিনেতার পারফরম্যান্স দেখে কেঁদে ফেলেছিলেন বলিউডের আরেক শক্তিমান অভিনেতা ইরফান খান।
জন আব্রাহাম ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটির পরিচালক কবির খান সম্প্রতি এ কথা জানিয়েছেন। এছাড়াও বিখ্যাত এ পরিচালক জানান, যে অংশটি দেখে নওয়াজ কেঁদে ফেলেছিলেন, সেটি ছিল নওয়াজের একটি 'সিঙ্গেল টেক' শট।
সিনেমাটিতে অভিনেতা নওয়াজ মুলত 'জিলগাই' নামের এক ব্যক্তির রোলে অভিনয় করেছিলেন। ব্যক্তিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ এর হামলার ঘটনার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার এবং পুলিশি হেফাজতে রেখে নির্যাতনের চিত্রায়ন করা হয়।
'নিউ ইয়র্ক' সিনেমায় স্ক্রিনে অল্প সময়েই অসাধারণ পারফরম্যান্স করে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেন নওয়াজ। এরও প্রায় এক দশক পর কবির খান ফের নওয়াজের সাথে কাজ করার সিদ্ধান্ত নেন।
তবে এবার আর কোনো ছোট রোলে নয়। বরং বিগ বাজেটের 'বাজরাঙ্গি ভাইজান' সিনেমায় সালমান খান ও কারিনা কাপুরের বিপরীতে গুরুত্বপূর্ণ রোলের জন্য নওয়াজকে বাছাই করা হয়।
'নিউ ইয়র্ক' সিনেমায় নওয়াজকে দেখে অনেকে মনে করেছিলেন, এই ব্যক্তি হয়তো পেশাদার অভিনেতা নন। বরং তিনি সত্যি সত্যিই ৯/১১ এর পর সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা কোনো ভুক্তভোগী।
পরিচালক কবির খান জানান, ২০০৯ সালের দিকে কাস্টিং ডিরেক্টর নিয়োগের চর্চা ততটা ছিল না। বরং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররাই অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের বিষয়টি দেখভাল করতেন।
তবে নওয়াজউদ্দিন ক্ষেত্রে ঘটেছিল ভিন্ন ঘটনা। এ সম্পর্কে কবির খান বলেন, "আমার পুরো ক্যারিয়ারে হয়তো আমি শুধু একটা অডিশন দেখেছি। আর সেটা ছিল নওয়াজউদ্দিনের অডিশন।"
অডিশনে নওয়াজের অভিনয়ে মুগ্ধ হয়ে 'নিউ ইয়র্ক' সিনেমার জন্য তাকে বাছাই করা হয়। এরপর সিনেমাটির শুটিং এর জন্য টিমের সাথে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এটিই ছিল নওয়াজের প্রথম বিদেশ সফর।
নওয়াজের সাথে প্রথমবারের মতো শুটিং প্রসঙ্গে কবির খান বলেন, "এটা ছিল তিন-চার মিনিটের বিরামহীন টেক শট। নওয়াজ একবার অভিনয়ের পর আমি সেই শট আর দ্বিতীয়বার নেওয়ার কথা ভাবিনি। কেননা আমি যখন কাট বলেছিলাম, তখন ক্রু সদস্যদের কেউ কেউ কান্না করছিলেন। আবার কেউ হাতে তালি দিচ্ছিলেন।"
নওয়াজের মনোমুগ্ধকর শটটির আধা ঘণ্টা পর শুটিং সেটে হাজির হন ইরফান খান। এ অভিনেতা সকলের মুখে নওয়াজউদ্দিনের অভিনয়ের প্রশংসা শুনতে থাকেন। কবির খান তখন ইরফানকে মনিটরে নিয়ে যান এবং নওয়াজের অভিনয় দেখান।
নওয়াজের অভিনয়ের গভীরতা দেখেন কেঁদেই ফেলেন ইরফান খান। আবেগে তিনি নওয়াজের কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরেন। কবির খান জানান, মুহূর্তটি বেশ সুন্দর ছিল।
'নিউ ইয়র্ক' সিনেমা ছাড়াও নওয়াজ ও ইরফান একসাথে আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে 'দ্য লাঞ্চবক্স' ও 'বাইপাস' অন্যতম সিনেমা।
২০২০ সালের ২৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইরফান খান। অন্যদিকে নওয়াজউদ্দিন এখনো নিজের অভিনয় দক্ষতা দিয়ে একের পর এক সিনেমা ভক্তদের উপহার দিয়ে যাচ্ছেন। মুক্তির অপেক্ষায় থাকা 'হাড্ডি' সিনেমায় একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিনকে।