বাবার নাম করে সুবিধা নেই না, নিজে অডিশন দেই: ইরফান খানের ছেলে বাবিল
গত কয়েক বছরে বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ তুঙ্গে উঠেছে। সাম্প্রতিক সময়ে বলিউডের খ্যাতনামা তারকাদের সন্তানরা যত বেশি ইন্ডাস্ট্রিতে যোগ দিচ্ছেন, স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক তত বেশি জোরাল হচ্ছে। প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের যখন নেটফ্লিক্সের 'কালা' চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটলো, তখনও অনেকেই ভেবেছিলেন বাবার পথে হাঁটছেন এই অভিনেতা। তবে অন্যদের ক্ষেত্রে বাবা-মায়ের জের টেনে সমালোচনা হলেও, বাবিল খান পেয়েছিলেন প্রশংসা যা বলিউডে বিরল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবিল খান জানিয়েছেন, তিনি বাবার নাম ভাঙিয়ে কাজ পেতে চাননি, বরং অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিয়েছেন। বিবিসি এশিয়া নেটওয়ার্ককে সাক্ষাৎকার দেওয়ার সময় বাবিলকে যখন প্রশ্ন করা হয় তারকাসন্তান হওয়ার সুবাদে বাড়তি সুবিধা পাচ্ছেন কিনা, তখন বাবিল বলেন- "আমি বাবার পরিচিতিকে কাজে লাগাই কিনা সে বিষয়ে আমি আগেও বলেছি। আমি অডিশন দেই, আমি কোনো চাকরি বা কাজ পেতে বাবার নাম ব্যবহার করি না।"
এরপরে বাবিল জানান যে তার একটি সিনেমার একজন প্রযোজক বিশ্বাসই করতে পারছিলেন না যে ইরফান খানের ছেলে অডিশন দিচ্ছে। তিনি বলেন, "আমি অডিশন দেই, আমি মন দিয়ে অনুশীলন করি এবং অভিনেতা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। আমি মাত্র একটা ছবি করেছি এবং প্রযোজক এসে আমায় বলেছিলেন, 'আমি তোমার ভক্ত হয়ে গেছি।' আমি জিজ্ঞেস করলাম, কেন? তখন তিনি বললেন, "আমি প্রথমে ফুটেজের দিকে দেখেছি, আর দ্বিতীয়ত, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ইরফান খানের ছেলে হয়ে তুমি অডিশন দিতে এসেছো এবং তোমার অডিশন দুর্দান্ত ছিল। আমরা তোমাকে নিয়ে গর্বিত।"
বাবিল আরও জানান, তিনি নিজের সম্পর্কে সন্দেহ দূর করতে অডিশন দেন এবং কাজের সুযোগ অর্জন করে নিতে তার ভালো লাগে। "তখন আমার খুব ভালো লাগে। আমার মায়ের পরিচিত লোকজন থাকলেও আমি ফোন ধরতাম না, যদিও তিনিও কখনো এই কাজ করতেন না। কিন্তু আমি অডিশন দিয়েছি।"
"নিজে কিছু অর্জন না করে আমি থাকতেই পারতাম না, কারণ তখন সবসময় সন্দেহ থাকতো যে এটা আমি নিজ প্রতিভা দিয়ে অর্জন করেছি কিনা, আমি সত্যিই এর যোগ্য কিনা। বাবার নাম করে সুবিধা আদায় করলে নিজের প্রতি সেই সন্দেহই আমায় কুড়ে কুড়ে খেত", যোগ করেন এই অভিনেতা।
এদিকে, 'কালা'তে অভিনয়ের পর আগামীতে বাবিল খানকে 'ফ্রাইডে নাইট প্ল্যান'-এ জুহি চাওলার সঙ্গে একই পর্দায় দেখা যাবে।