আমি 'ধুম' দেখতে চেয়েছিলাম, বাবা আমাকে তারকোভস্কির সিনেমা দেখিয়েছেন: ইরফান খানের ছেলে বাবিল
প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান অভিনীত চলচ্চিত্র 'ফ্রাইডে নাইট প্ল্যান' মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। গত ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। ছবি মুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাবিল, আর স্বভাবতই তার প্রয়াত বাবার কথা উঠে এসেছে আলাপচারিতায়। সেখানেই বাবিল জানিয়েছেন বাবার কাছে তিনি কিভাবে বেড়ে উঠেছেন; বাবিলের ভাষ্যে, ইরফান তাকে অভিনয় না শেখালেও, জীবন সম্পর্কে মূল্যবান শিক্ষা দিয়েছেন।
তিনি আরও জানান কিভাবে ইরফান তাকে ক্লাসিক চলচ্চিত্র দেখতে আগ্রহী করে তুলতেন; যদিও বাবিল নিজে চাইতেন বলিউডের প্রচলিত সিনেমা দেখতে।
রেডিও নাশাকে দেওয়া সাক্ষাৎকারে বাবিল বলেন, "আমার বাবা এবং মা দুজনেই শিল্পী ছিলেন, তাই আমি বেড়ে উঠেছিন সিনেমায় ঘেরা এক পরিবেশে। বার্গম্যান, তারকোভস্কির সিনেমা দেখা হতো বাড়িতে। কিন্তু আমি 'ধুম' সিনেমা দেখতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে তারকোভস্কি দেখাতো। এরকমই একটা দ্বন্দ্বের মাঝে বড় হয়েছি।"
এরপর উপস্থাপক যখন বলেন, 'এই দ্বন্দ্বের মধ্যে থেকে নিশ্চয়ই খুব সমৃদ্ধ অভিজ্ঞতা হয়েছে।" বাবিল উত্তর দেন, "আমি সমৃদ্ধ অভিজ্ঞতা চাইনি, কিন্তু বাবাই ছিল 'অস্তিত্ব'।"
ইরফান খানের একটি গুণ যা তিনি নিজে গ্রহণ করেছেন- সে সম্পর্কে জানতে চাইলে বাবিল বলেন, "অভিনেতা হিসেবে তেমন কিছু পাইনি, কিন্তু মানুষ হিসেবে তার গুণ আমি নিজের মধ্যে নিয়েছি। আর যখন আপনি ভালো মানুষ হতে পারবেন তখন আপনার অভিনয়েও এর প্রতিফলন দেখা যাবে। ভালো মানুষ হিসেবে জীবনযাপন করা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে শিল্পে সেটা ফুটিয়ে তোলা, এটাই আপনাকে শিখতে হবে।"
'কালা' চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে ইরফান-পুত্রের। প্রথম ছবিতেই তার অভিনয় নজর কেড়েছে সকলের। তিনি আরও বলেন, "বাবা কোনোদিন আমাকে ক্যামেরার সামনে যাওয়ার উপদেশ দেননি। তিনি কোনোদিন আমাকে অভিনয়ের বিষয়ে কোনো টিপস দেননি, আমরা অভিনয় নিয়ে বাড়িতে আলোচনাই করতাম না। কিন্তু তিনি আমাকে জীবন সম্পর্কে অনেককিছু শিখিয়েছেন যার ফলে এখন আমি নিজেই অভিনয় শিখছি। জীবন সম্পর্কে উনি আমায় শিক্ষা না দিলে আমি অভিনয় সম্পর্কেও কিছু শিখতে পারতাম না। তিনি আসলে জীবনের মধ্য দিয়েই আমাকে অভিনয় শিখিয়ে গেছেন।"