প্লানেট আর্থ-এর তৃতীয় ও শেষ সিরিজে উপস্থাপনায় থাকছেন ডেভিড অ্যাটেনবোরো
বিবিসি-এর পুরস্কারপ্রাপ্ত প্রাকৃতিক ইতিহাসনির্ভর অনুষ্ঠান 'প্ল্যানেট আর্থ' এর তৃতীয় ও শেষ সিরিজে উপস্থাপনায় থাকছেন ৯৭ বছর বয়সী ডেভিড অ্যাটেনবোরো।
প্লানেট আর্থ ৩-এর নির্বাহী প্রযোজক মাইক গুন্টন বলেন, ডেভিড ছাড়া প্লানেট আর্থ কখনো প্লানেট আর্থ হয়ে উঠবে না। তাই আমি আনন্দিত যে তিনি তৃতীয় সিরিজের উপস্থাপনায় থাকছেন।
তিনি আরো বলেন, স্বাভাবিকভাবেই উপস্থাপনায় তিনি নিজের বিশাল উদ্যম এবং প্রজ্ঞা নিয়ে হাজির হয়ে প্রাণ সঞ্চার করেছে।
সিরিজের শুটিংয়ের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে অ্যাটেনবোরোর ফুটেজ নেওয়া হয়েছে। ৯৭ বছর বয়সী এই উপস্থাপককে দেখানোর মাধ্যমেই সিরিজটি শুরু হবে।
গুন্টন বলেন, প্রথম দৃশ্যেই অ্যাটেনবোরোকে ব্রিটেনের সেই মফস্বল এলাকায় হাঁটতে দেখা যাবে যেখানে চার্লস ডারউইন হাঁটতে হাঁটতে বিবর্তন তত্ত্ব নিয়ে ভাবতেন। প্লানেট আর্থের তৃতীয় সিরিজের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আমাদের গ্রহের বিস্ময় ও ভঙ্গুরতার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ডেভিড অ্যাটেনবোরোর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়েছে এই জায়গাকে।
গত মার্চে প্রচারিত বিবিসি সিরিজ 'ওয়াইল্ড আইলস' স্টুডিও-এর বাইরে গিয়ে শুট করা অ্যাটেনবোরোর শেষ সিরিজ হবে বলে জানা গিয়েছিল। এরমধ্যেই প্লানেট আর্থে তার উপস্থাপনার খবর বেরিয়েছে। স্কোমার দ্বীপের দুর্গম এলাকায় শুটিংয়ে তার সঙ্গে সব সময় একজন চিকিৎসক ছিলেন।
প্রযোজকরা জানান, তারা সিরিজের জন্য সামুদ্রিক পাখির ভিডিও নিতে চেয়েছিলেন। তবে পার্শ্ববর্তী গ্রাসহোম দ্বীপে এভিয়ান ফ্লু প্রাদুর্ভাবের কারণে অ্যাটেনবরোর মৃত্যুঝুঁকির আশঙ্কায় তারা সে পরিকল্পনা থেকে সরে আসেন।
প্ল্যানেট আর্থ হল বিবিসির সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক ইতিহাসনির্ভর ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি। পূর্ববর্তী পর্বগুলো বাফটাস এবং রয়্যাল টেলিভিশন সোসাইটি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছে। তৃতীয় এবং শেষ সিরিজটি হবে আট ঘণ্টার এবং এই বছরের শেষের দিকে বিবিসি ওয়ানে তা প্রচারিত হবে।