২২৫ মিলিয়ন ডলারে গানের ক্যাটালগ বিক্রি করে দিলেন কেটি পেরি
মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরি লিটমাস মিউজিকের কাছে তার গানের ক্যাটালগ বিক্রি করে দিয়েছেন। একাধিক সূত্রের দাবি, ২২৫ মিলিয়ন ডলারে এই ক্যাটালগ বিক্রি করেছেন 'ডার্ক হর্স' গায়িকা। খবর বিবিসির।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কেটি পেরির এই ক্যাটালগ বিক্রির ঘোষণা দেওয়া হয়। এ ক্যাটালগে ২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে ক্যাপিটল রেকর্ডস থেকে প্রকাশিত ৫টি স্টুডিও অ্যালবাম রয়েছে। এগুলো হলো ওয়ান অব দ্য বয়েজ, টিনএজ ড্রিম, প্রিজম, উইটনেস এবং স্মাইল।
একইসঙ্গে, এই ক্যাটালগে কেটি পেরির ফায়ারওয়ার্ক, টিনএজ ড্রিম, হট 'এন' কোল্ড, ক্যালিফোর্নিয়া গার্লস এবং আই কিসড আ গার্ল-এর মতো মাল্টি-প্লাটিনাম হিটগুলোও রয়েছে। তবে কেটি পেরির গানগুলোর অফিশিয়াল অরিজিনাল রেকর্ডিং স্বত্ব এখনও ইউনিভার্সাল মিউজিক গ্রুপের কাছেই থাকবে।
উল্লেখ্য যে, চলতি বছরে একক শিল্পী হিসেবে কেটির পেরিই সর্বোচ্চ দামে ক্যাটালগ বিক্রি করেছেন।
এর আগে এই খেতাব ছিল জাস্টিন বিবারের দখলে। গত জানুয়ারি মাসে বিবার তার ২৯১টি গান সম্বলিত সম্পূর্ণ মিউজিক ক্যাটালগ হিপনোসিস সংস ক্যাপিটালের কাছে ২০০ মিলিয়ন ডলারে বিক্রি করে দেন।
কেটি পেরির 'ডার্ক হর্স' এবং 'রোয়ার' শিরোনামের গান দুটি স্পটিফাইয়ে এক বিলিয়নেরও বেশিবার শোনা হয়েছে। 'রোয়ার' ইউটিউবের সর্বকালের মোস্ট-ওয়াচড ভিডিওগুলোর মধ্যে একটি এবং ভিডিওটি ৩.৮ বিলিয়ন বার দেখা হয়েছে।
২০১০'র দশকের তুমুল জনপ্রিয় গায়িকা কেটি পেরি সাম্প্রতিক সময়ে সঙ্গীত জগতে কাজ অনেক কমিয়ে দিয়েছেন এবং নিজের সঙ্গী, অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সংসার করার দিকে মনোযোগ দিয়েছেন। এর বাইরে, আগামী বছর আমেরিকান আইডলের সপ্তম সিজনে বিচারকের ভূমিকায় দেখা যাবে কেটি পেরিকে।