আবারও পর্দায় আসছে জর্জ ক্লুনির ‘ওশানস’ ফ্রাঞ্চাইজি
'ওশানস' ফ্রাঞ্চাইজিতে ফিরতে পারেন অভিনেতা জর্জ ক্লুনি। সম্প্রতি তার নতুন ছবি 'দ্য বয়েজ ইন দ্য বোট'-এর প্রচার নিয়ে আপরক্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
ক্লুনি জানান, ওশানস সিরিজের ছবির জন্য আরো একটি গল্প আছে যা ২০০৭ সালের ওশানস-১৩-এর আগের মূল চরিত্রগুলোকে আবার এক করবে।
আপরক্সকে দেওয়া সাক্ষাৎকারে ক্লুনি বলেন, 'আমাদের কাছে ওশানস ছবির জন্য অনেক সুন্দর একটি গল্প আছে, তাই আরেকটি ছবি হয়তো আমরা করতে পারি, এটি আসলেই ভালো গল্প।'
এটি পরবর্তী ওশানস-১৪ এর কোনো গল্প কি না জানতে চাইলে তিনি বলেন, 'আসলে আমি ওইরকম বলতে চাই না, এই গল্পটা অনেকটা "গোয়িং ইন স্টাইল" ছবির মতো আরকি।'
'গোয়িং ইন স্টাইল' ১৯৭৯ সালে মার্টিন ব্রেস্ট পরিচালিত একটি হাইস্ট কমেডি ধারার চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন জর্জ বার্ন্স, আর্ট কার্নি, লি স্ট্রাসবার্গ ও চার্লস হালাহান। পরবর্তীতে জ্যাক ব্রাফ ২০১৭ সালে মর্গান ফ্রিম্যান, মাইকেল ক্যান ও অ্যালান আর্কিনকে নিয়ে ছবিটির পুনঃনির্মাণ করেন। ছবিটির মূল কাহিনি তিনজন প্রবীণ নাগরিকের এক হয়ে ব্যাংক ডাকাতি করা নিয়ে।
মূল ওশানস ট্রিলজির পরিচালনায় ছিলেন স্টিভেন সোডারবার্গ। আর জর্জ ক্লুনির পাশাপাশি অভিনয়ে ছিলেন ব্র্যাড পিট, ম্যাট ডেমন, ডন চ্যাডেল, ক্যাসি অ্যাফ্লেকসহ আরও অনেকে।
২০০১ সালে ওশানস ইলেভেন নামে এই হাইস্ট ট্রিলজির সূচনা হয়। ব্যবসায়িকভাবে সফল ও চলচ্চিত্র সমালোচকদের প্রিয় এই ছবিটি সারা বিশ্বের বক্স অফিস থেকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের মতো আয় করে। ২০০৪ সালের ওশানস টুয়েলভ ছবিটি ৩৬২ মিলিয়ন ডলার এবং ২০০৭ সালের ওশানস থার্টিন আয় করে ৩১১ মিলিয়ন ডলারের মতো।
এছাড়াও ২০১৮ সালে এই সিরিজের স্পিনঅফ ওশানস-৮ সারা বিশ্বে আয় করে ২৯৭ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটিতে জর্জ ক্লুনির ড্যানি অভিনীত ওশানের বোনের চরিত্রে সান্ড্রা বুলকসহ অভিনয়ে আরও ছিলেন কেট ব্ল্যাঙ্কেট, রিহান্না, হেলেনা বোনহাম কার্টার, সারাহ পলসন, ওকোয়াফিনা, মিন্ডি ক্যালিং ও অ্যানা হ্যাথাওয়ে।
ওশানস ফ্রাঞ্চাইজির দর্শকরা ক্লুনি এবং তার সঙ্গীদের আবার একত্রিত হওয়ার অপেক্ষায়। এর মধ্যেই ওয়ার্নার ব্রাদারস ওশানসের প্রিক্যুয়েল তৈরি করছে। এতে বার্বি তারকা মার্গারেট রোবি ও রায়ান গসলিংকে আবার জুটি হয়ে কাজ করতে দেখা যাবে। প্রিক্যুয়েলের গল্প অনেকটা গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে ছবিটির কাহিনি হবে ১৯৬০ সালের ইউরোপকে ঘিরে।
প্রযোজক জসে ম্যাকনামারা গেমস রাডারকে বলেন, 'আমি এ সম্পর্কে এখন পুরোপুরি বলতে পারব না, তবে আমরা এই ফ্রাঞ্চাইজির জন্য ভালো কিছুই করতে যাচ্ছি।' ছবিটিতে মার্গারেট ও রায়ানকে ড্যানি ওশানের বাবা-মার চরিত্রে দেখা যাবে।
ক্লুনি এই খবর শোনার পর কিছুটা অবাক হওয়ার সুরে বলেন, 'আসলেই? মার্গারেট রোবি আমার মায়ের চরিত্রে? আমি সবসময়ই এরকম ভেবেছি। আর রায়ান গসলিং আবার বাবার চরিত্রে, এটা ভাবলে আসলেই আমার কাছে ঠিক মনে হয়!'
উল্লেখ্য, ওশানসের প্রিক্যুয়েল পরিচালনায় আছেন আমেরিকান চলচ্চিত্র পরিচালক জে রোচ।