বাজেভাবে ভেস্তে গেল ভারতের জি এন্টারটেইনমেন্টের সঙ্গে সনির ১০ বিলিয়ন ডলারের মিডিয়া চুক্তি
ভারতের জি এন্টারটেইনমেন্টের সঙ্গে জাপানের সনি গ্রুপের একীভূতকরণের চুক্তি বাজেভাবে ভেস্তে গেল।
সোমবার জাপানি সংস্থা সনি জানিয়েছে, তারা ভারতের মুম্বাইভিত্তিক জি এন্টারটেইনমেন্টের সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
দুই বছরেরও বেশি সময়ের আগে একীভূতকরণের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ও সম্মিলিত কোম্পানির নেতৃত্ব কে দেবে তা নিয়ে অচলাবস্থা কাটেনি।
বিশ্লেষকদের মতে, দেশীয় প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো গ্লোবাল স্ট্রিমিং জায়ান্টদের সঙ্গে লড়তে সনি ভারতীয় বিনোদন বাজারে ১০ বিলিয়ন ডলারের নতুন মিডিয়া জায়ান্ট গড়ে তুলতে চেয়েছিল। তবে সেখান থেকে পিছিয়ে গেল জি ও সনি।
সনি এমন সময়ে নিজেদের সরে যাওয়ার কথা জানিয়েছে, যখন ডিজনি স্টারের সঙ্গে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আসন্ন একীভূতকরণের পরিপ্রেক্ষিতে ভারতীয় বিনোদন বাজারে নতুন প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে।
এক বিবৃতিতে সনি বলেছে 'একীভূতকরণ চুক্তির জন্য নির্ধারিত কিছু শর্ত পূরণ করা হয়নি।'
তবে অপূর্ণ শর্তগুলো কি সে সম্পর্কে বিবৃতিতে স্পষ্ট কিছু বলা হয়নি।
রয়টার্স জানিয়েছে, 'সিইও পুনিত গোয়েঙ্কার নাম প্রস্তাব করেছিল জি, কিন্তু তার বিরুদ্ধে বাজার নিয়ন্ত্রক সংস্থা পরিচালিত তদন্ত ফলাফলের ভিত্তিতে অসম্মতি জানায় সনি।'
অন্যদিকে এক বিবৃতিতে জি জানিয়েছে, তারা টার্মিনেশন লেটার পেয়েছে এবং 'সম্ভাব্য সব বিকল্প' খতিয়ে দেখছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, একীভূতকরণের শর্ত ভঙ্গের অভিযোগে ৯ কোটি ডলার টার্মিনেশন ফি চাইছে সনি।
তবে জি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ এবং টার্মিনেশন ফিসহ সনির সব দাবি প্রত্যাখান করেছে।
এ চুক্তি না হওয়া উভয় পক্ষের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ তুলনামূলকভাবে মুক্ত বাজার এবং বিশাল ইংরেজি ভাষাভাষী জনসংখ্যাসহ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত বিশ্বের সব বিনোদন কোম্পানির জন্যই একটি আকর্ষণীয় গন্তব্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আশা করছে, শিগগিরই ভারত বিশ্বের পঞ্চম থেকে তৃতীয় বৃহত্তম মিডিয়া ও এন্টারটেইনমেন্টট ইন্ডাস্ট্রিতে পরিণত হবে ।
এর মধ্যে রিলায়েন্স-ডিজনি চুক্তি হয়ে গেলে প্রতিযোগিতা বৃদ্ধি তাদের জন্য সম্ভাব্য হুমকির কারণ হবে।
এর ফলে ভারতে আমেরিকান কোম্পানিটির অবস্থান পাকাপোক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ১০০ টিরও বেশি টিভি চ্যানেল এবং দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ এটি একটি বিশাল জায়ান্টে পরিণত হবেG