শাহরুখ খান কি ঢাকায় আসছেন?
স্বপন চৌধুরী একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কিং।
১৪ বছর আগে শাহরুখ খানকে বাংলাদেশে আনায় তিনি এবং তার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম অন্তর শোবিজ ব্যাপক প্রশংসিত হয়।
ফের তিনি এই মেগা তারকাকে একটি সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছেন।
তবে আপাতত স্বপন তার পরবর্তী সিনেমা 'অপারেশন জ্যাকপট' নিয়েই বেশি মনোযোগী।
বাংলাদেশে প্রথম ড্রোন শো আয়োজনের পাশাপাশি আদনান সামি ও অন্যান্যদের দেশে নিয়ে আসা স্বপন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তিনি সবচেয়ে বেশি যা পছন্দ করেন, তার আসন্ন সিনেমায় তিনি তা করে দেখাতে পারবেন; তা হলো চ্যালেঞ্জ মোকাবিলা।
তিনি বলেন, 'আমি এখন সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত।'
তিনি আরও বলেন, 'হ্যাঁ, আমি শাহরুখ খানকে আনতে চাই। আমি এর প্ল্যান করছি। তবে আপাতত আমি আমার সিনেমায় মনোনিবেশ করছি।'
শাহরুখ খান কবে ঢাকায় আসতে পারেন তার সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমি এখনও কিছু চূড়ান্ত করিনি। হ্যাঁ, আমি আবার তাকে আনতে চাই। আমি তাকে আগেও একবার এনেছিলাম, তাই আবারও এটা করতে পারি।'
এর আগে শাহরুখের ঢাকায় আসার খবরে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়ে ওঠে।
স্বপন জানান, বর্তমানে তিনি এরকম (শাখরুখ খানকে আনার আয়োজন) কিছু করছেন না।
তিনি বলেন, 'আগে আমার সিনেমার কাজ শেষ করি। কয়েকদিন আগে ৭০-৮০ জনকে নিয়ে একটি দৃশ্যের শুটিং করেছি। এতে অ্যাকশনে ভরপুর নানা রকম শট ছিল।'
শাহরুখ খান ইস্যুতে কত মানুষ তাকে প্রশ্ন করেছেন, এ প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি হেসে ফেলেন।
তিনি হাসতে হাসতে বলেন, 'আমার নতুন সিনেমার প্রচারণার সময় এক সাক্ষাৎকারে আমি এ কথা বলেছিলাম। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি চাই কিনা এবং আমি হ্যাঁ বলেছিলাম।'
২০১০ সালে একটি কনসার্টে অংশ নিতে প্রথমবার ঢাকায় এসেছিলেন শাহরুখ। সেসময় তার সঙ্গে ছিলেন রানি মুখোপাধ্যায়, অর্জুন রামপাল প্রমুখ।