সিনেমা থেকে নির্বাসন, অবসাদ, ফেরারি গাড়ি-বাড়ি বেচে এখন কেমন আছেন ইমরান খান?
'জানে তু ইয়া জানে না' দিয়ে বলিউডে অভিষেক হয় আমির খানের ভাগ্নে ইমরান খানের। প্রথম ছবিতেই পান ধুন্ধুমার সাফল্য। হয়ে ওঠেন বলিউডের অন্যতম ফেভারিট রকমকম নায়ক। উপহার দিয়েছেন 'আই হেট লাভ স্টোরিজ', 'দিল্লি বেলি'র মতো ছবি।
কিন্তু হুট করেই ২০১৬ সালে নিজেকে বলিউড থেকে সরে যান ইমরান। ভুগতে শুরু করেন অবসাদে। বিচ্ছেদ হয় স্ত্রী অবন্তিকার সঙ্গেও।
এরপর গত আট বছরে অনেকবার ভক্তরা জানতে চেয়েছেন কবে পর্দায় ফিরবেন ইমরান। গত বছর ইনস্টাগ্রামে পোস্ট করা জিনাত আমানের এক বিজ্ঞাপনের কমেন্টের ঘরে অদিতি নামে এক ব্যবহারকারী লেখেন: 'জিনাতজিও কামব্যাক করেছেন। জানি না কবে আমার ইমরান [কামব্যাক] করবেন।'
ওই কমেন্টের জবাবে সহমত জানাতে থাকেন আরও অনেকে। এরপরই হঠাৎ হাজির হন ইমরান খান স্বয়ং। তিনি লেখেন: 'চলো, অদিতি, ব্যাপারটা ইন্টারনেটের হাতে ছেড়ে দেওয়া যাক…১ মিলিয়ন লাইক, তাহলেই আমি ফিরব।'
এর পরই রীতিমতো ঝড় শুরু হয়ে যায়। ইমরানের এই কমেন্ট ছড়িয়ে পড়ে। মানুষ দলে দলে ওই কমেন্ট খুঁজে বের করে লাইক দিতে থাকে। শিগগিরই ইমরানের দাবি পূরণ হয়।
এসব নিয়ে সম্প্রতি ইমরানের সঙ্গে কথা বলে ভোগ ইন্ডিয়া। সেই সাক্ষাৎকারে জীবনের ফেলে আসা কঠিন সময় নিয়ে কথা বলেন তিনি। একইসঙ্গে ভক্তদের দাবিও পূরণ করলেন, তবে ছোট পরিসরে। ভোগ ইন্ডিয়ার সঙ্গে একদিনের শুট করলেন। হয়তো সামনে সিনেমায়ও ফিরবেন।
ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানান, ২০১৬ সালে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন। তবে 'কপালগুণে আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করছিলাম, যেখান থেকে ভালো টাকা আসত। তাই বয়স ৩০ হওয়ার আগেই টাকাপয়সা নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম আমি।'
এরপর ইমরান সিদ্ধান্ত নিলেন, অভিনয় ছাড়বেন। তখন তিনি সদ্য বাবা হয়েছেন। ভোগ ইন্ডিয়াকে এই অভিনেতা বলেন, 'সিদ্ধান্ত নিলাম, আর অভিনেতা হিসেবে কাজ করব না। এখন আমার নিজেকে ঠিক করতে হবে; আমার মেয়ের জন্য পরিপূর্ণ সুস্থ ও সবল থাকতে হবে।'
অবসাদ কাটিয়ে উঠতে এর পরের আট বছর নিজেকে গুটিয়ে রেখেছেন ইমরান। এমনকি এখনও তিনি জনসমক্ষে 'ট্রেন্ডি' জায়গাগুলোতে যান না।
এই সময়টা তিনি কাটিয়েছেন অজস্র সিনে দেখে। বাড়িতে হোম থিয়েটার বসিয়ে নান ভাষার অসংখ্য সিনেমা দেখেন তিনি।
এসব সিনেমা দেখে স্মৃতিকাতর হয়েছেন কি না, জানতে চাইলে ইমরান বলেন, 'কাট্টি বাট্টি (২০১৬) যখন ফ্লপ করল, তখন আমি কয়েকটা বিষয় বুঝতে চেয়েছিলাম। তাই অন্তরালে কাজ শুরু করি। গত দু-তিন বছরের সবচেয়ে হিট ছবি কোনগুলো? কোন ছবিগুলো আমার সমসাময়িকদের সাফল্য এনে দিয়েছে? ওইসব ছবি কি আমি পছন্দ করি? ওই ছবিগুলোর প্রস্তাব আমার কাছে এলে কি আমি হ্যাঁ বলতাম? প্রশ্নটার উত্তর হচ্ছে—না।'
গত আট বছরে অনেক পরিবর্তন এসেছে ইমরানের জীবনে। পালি হিলের বিলাসবহুল বাংলো ছেড়ে এখন থাকছেন বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে। সাদামাটা জীবন যাপন করছেন। বাসায় মাত্র তিনটি প্লেট, তিনটি কাঁটাচামচ, দুটি কফি মগ আর একটি ফ্রাইং প্যান রেখেছেন। বিক্রি করে দিয়েছেন চেরি লাল রঙের ফেরারি গাড়িটি। এখন চালান ফক্সভাগেন।
একসময় ইমরান প্রতিটি মেইল খুলে দেখতেন। এখন ফোনের স্ক্রিনে অজস্র জবাব না দেওয়া মেসেজ নোটিফিকেশন পাঠায়, তিনি খুলেও দেখেন না। জবাব দেন না অনেক ফোনকলেরও।
ভক্তরা এখনও দিন গুনছেন কবে অভিনয়ে ফিরবেন ইমরান। ভোগ ইন্ডিয়ার শুটের মাধ্যমে তাদের সেই অপেক্ষার খানিকটা অবসান ঘটিয়েছেন তিনি। এখন দেখার বিষয় কবে পুরোপুরি অভিনয়ে ফেরেন এই নায়ক।