হাউজ অব দ্য ড্রাগন-এর দ্বিতীয় সিজনের মুক্তির তারিখ ঘোষণা
গেম অব থ্রোনসের স্পিন-অফ সিরিজ হাউজ অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজন এই বছরের জুনে মুক্তি পাবে।
সিরিজটি এইচবিওতে স্ট্রিমিং করার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্ট্রিমিং ও গেমিং বিভাগের প্রধান জে বি পেরেট।
ভ্যারাইটি নিশ্চিত করেছে, মর্গ্যান স্ট্যানলির টেকনোলজি, মিডিয়া এবং টেলিকম কনফারেন্সে পেরেট এই সংশোধিত তারিখ জানিয়েছেন। এর আগে 'গ্রীষ্মের শুরুতে' মুক্তি পাওয়ার কথা ছিল হাউজ অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজন।
প্রাথমিকভাবে সিরিজটির অভিনেতা ম্যাট স্মিথ জানিয়েছিলেন, এটি আগস্টে মুক্তি পাবে। কিন্তু প্যারেটের তারিখ ঘোষণার পর সিরিজটির দ্বিতীয় সিজনের মুক্তির তারিখ অনেকটাই এগিয়ে গেল। ২০২২ সালে হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজন মুক্তি পাওয়ার পর দ্বিতীয় সিজনের মুক্তি বহুল প্রত্যাশিত একটি বিষয় ছিল।
হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজন জর্জ আর আর মার্টিনের 'ফায়ার অ্যান্ড ব্লাড' বইয়ে আখ্যান চালিয়ে যাবে। গেম অফ থ্রোনসের টারগারিয়ান বংশের ইতিহাসকে ঘিরে দ্বিতীয় সিজনের গল্প আবর্তিত হবে। বইয়ের ঘটনা অনুযায়ী এতে ড্রাগন এবং গুপ্তঘাতকসহ বেশ কয়েকটি নতুন চরিত্রের আগমন ঘটবে।
হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিরিজে ম্যাট স্মিথ, অলিভিয়া কুক, এমা ডরসিসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিরিজটি প্রযোজনা করেছেন জর্জ আর আর মার্টিন ও রায়ান কোন্ডাল।