গানের লয় নির্দিষ্ট করে দিল চেচনিয়া প্রজাতন্ত্র, খুব দ্রুত বা ধীর লয়ের সকল সংগীত নিষিদ্ধ!
কথা, সুর, তাল ও লয়ের সুষম বিন্যাসে তৈরি হয় একটি গান। আর গান তৈরির এ সকল উপাদানে যদি বাঁধাধরা নিয়ম আরোপ করা হয় তাহলে শিল্পী ও শিল্পের সৃষ্টিশীলতার স্বাধীনতা হয় ক্ষুণ্ণ। শিল্পী হারিয়ে ফেলেন তার শিল্পীসত্তা।
রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্র ঠিক এমন পদক্ষেপই নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, খুব দ্রুত বা ধীর লয়ের সকল সংগীতকে নিষিদ্ধ করবে তারা।
রাশিয়ার সংস্কৃতি মন্ত্রী মুসা দাদায়েভ শুক্রবার এক বৈঠকে সব ধরনের বাদ্যযন্ত্র, কণ্ঠ ও কোরিওগ্রাফিক কম্পোজিশন ৮০ থেকে ১১৬ বিপিএমের (বিট পার মিনিট) মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
দাদায়েভ বলেন, 'আমি চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান আখমাতোভিচ কাদিরভের সাথে একমত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছি যে, এখন থেকে সমস্ত বাদ্যযন্ত্র, কণ্ঠ এবং কোরিওগ্রাফিক কাজ প্রতি মিনিটে ৮০ থেকে ১১৬ বিটের গতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।'
দাদায়েভ আরও বলেন, 'কাদিরভের আদেশে চেচেন সঙ্গীত ও নৃত্যতে 'চেচেন মানসিকতা এবং সংগীত শৈলী' প্রতিফলিত করতে হবে, যার লক্ষ্য হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা।'
এই নিষেধাজ্ঞার ফলে পপ ও টেকনোর মতো মিউজিক্যাল স্টাইলের অনেক গান নিষিদ্ধ করা হবে।
মুসলিম অধ্যুষিত চেচনিয়া কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত, যার মধ্যে জর্জিয়ার সাথে রাশিয়ার সীমান্তের কিছু অংশ রয়েছে। ২০০৭ সাল থেকে কাদিরভ এর নেতৃত্ব দিচ্ছেন। বলা হয়ে থাকে তার আমলে সকল ভিন্নমত দমন করা হয়েছে এবং সমকামী পুরুষদের বিরুদ্ধে সহিংস নিপীড়নেরও খবর পাওয়া গেছে।
২০১৭ সালের গোড়ার দিকে, জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা কর্তৃপক্ষকে সমকামী পুরুষদের আটক এমনকি হত্যার অভিযোগগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছিল।
২০১৯ সালের জানুয়ারিতে এলজিবিটি বিরোধী নিপীড়নের আরেকটি খবর পাওয়া গিয়েছিল। ওই সময় আন্দোলনকারীরা জানিয়েছিলেন যে কয়েক ডজন পুরুষ ও মহিলাকে আটক করা হয়েছে এবং কমপক্ষে দু'জন পুলিশি হেফাজতে মারা গিয়েছে।
জবাবে কাদিরভ বলেন, তার প্রজাতন্ত্রে কোনও সমকামী মানুষ নেই এবং যদি থেকে থাকে তাহলে তাদের ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হবে।
২০২০ সালের জুলাইয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাদিরভকে 'মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য' নিষিদ্ধ করে।
তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বিবৃতিতে বলা হয়, 'এক দশকেরও বেশি সময় ধরে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকারের অসংখ্য গুরুতর লঙ্ঘনের জন্য কাদিরভের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কাছে বিস্তৃত বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।'
ক্রেমলিনপন্থী এই নেতা প্রায় দুই দশক ধরে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য লড়াই করা চেচেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকেও দমন করেছেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন