পাকিস্তানি ব্লকবাস্টার ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ সিনেমার প্রদর্শন আটকে দিল ভারত
ফাওয়াদ-মাহিরা অভিনীত 'দ্য লিজেন্ড অফ মওলা জাট' গত ২ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল। তাহলে প্রায় ১ দশক পর কোনও পাকিস্তানি সিনেমা দেশটিতে মুক্তি পেত।
সেক্ষেত্রে ভারতের জি স্টুডিয়োকে সিনেমাটি প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের বণ্টনের দায়িত্বও দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
গতকাল (বুধবার) ভারতের জি স্টুডিওস- এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে বিবিসি এ খবর নিশ্চিত করেছে। ওই কর্মকর্তা জানান, পাকিস্তানি এ সুপার হিট সিনেমাটি প্রদর্শন না করার জন্য সরাসরি দিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে।
এক্ষেত্রে কারণ হিসেবে ধরা হচ্ছে, ২০১৬ সালে সামরিক সংঘাতকে কেন্দ্র বলিউডে পাকিস্তানি অভিনেতাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০১৯ সালে একই কারণে পাকিস্তানও বলিউড সিনেমার সেই দেশে প্রদর্শন নিষিদ্ধ করে। গত কয়েক মাসে ভারতের তৈরি কিছু পাঞ্জাবি মুভি পাকিস্তানের প্রেক্ষাগৃহে অবশ্য চলেছে।
'দ্য লিজেন্ড অফ মওলা জাট' ২০২২ সালের ছবি। কিছুদিন আগে এই পাকিস্তানি সিনেমার নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, "দুই বছর পার করেও দ্য লিজেন্ড অফ মওলা জাট-কে এখনও থামানো যাচ্ছে না! ২রা অক্টোবর ২০২৪ থেকে ভারতেও বড় পর্দায় এই মহাকাব্যিক কাহিনীর সাক্ষী থাকুন।" তবে নাহ, এমনটা আর হচ্ছে না।
পাকিস্তানি সিনেমাটির মুক্তির বিরোধিতা করে আসছিল এদেশের বহু রাজনৈতিক দল। এর আগে মহারাষ্ট্র তথা মুম্বাইতেও পাক ছবির মুক্তি নিয়ে কড়া সতর্কতা জারি করেছিল এমএনএস প্রধান রাজ ঠাকরে।
তিনি সাফ জানিয়েছিলেন, "আমাদের উচিত সময়োপযোগী পদক্ষেপ নেওয়া। এটা দেখা যে সিনেমাটি আমাদের দেশে যেন মুক্তি না পায়। এটা ভুলে গেলে চলবে না যে থিয়েটার মালিকরা মারাঠি ছবির থিয়েটারে ঢুকতে দিতে অনিচ্ছুক তারা যদি পাকিস্তানি সিনেমাকে এই ভূখণ্ডে প্রবেশ করতে দেয়, তাহলে তার মূল্য চোকাতে হবে।"
মুক্তির পর থেকে 'দ্য লিজেন্ড অফ মওলা জাট' সিনেমাটি দক্ষিণ এশিয়ার সিনেমায় একটা যুগান্তকারী সিনেমা হিসাবে সমাদৃত হয়েছিল। সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের এক যুবকের সঙ্গে শত্রুপ্রতিম এক গোত্র নেতার দ্বন্দ্ব-সংঘাত নিয়ে। এই ছবি পাকিস্তান ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই একটা বড় সাফল্য পেয়েছিল।
সিনেমাটি এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী পাকিস্তানি এবং পাঞ্জাবি ভাষার সিনেমা হিসাবে নিজের রেকর্ডটি ধরে রেখেছে। এই পাক সিনেমায় ফাওয়াদ-মাহিরা ছাড়াও হামজা আলি আব্বাসি, হুমাইমা মালিক প্রমুখ অভিনয় করেছেন।
ফাওয়াদ খান ও মাহিরা খান দুজনেই এর আগে ভারতীয় ছবিতে কাজ করেছেন। 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'কাপুর অ্যান্ড সন্স', 'খুবসুরত'-এর মতো ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান।
'খুবসুরত'-এ ফাওয়াদকে সোনাম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল। পাশাপাশি 'কাপুর অ্যান্ড সন্স'-এ আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নজর কেড়েছিলেন তিনি। 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অনুষ্কা শর্মার বিপরীতে অভিনেতাকে দেখা যায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। অন্যদিকে, শাহরুখ খানের বিপরীতে 'রইস' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল মাহিরার।