ভারত বিশ্বকাপে নিজেদের ম্যাচ বাংলাদেশে খেলতে পারে পাকিস্তান
ভারত বিশ্বকাপের আগে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে খেলবে না ভারত। তাই তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
এবার উল্টোটা দেখা যেতে পারে ২০২৩ বিশ্বকাপেও। ভারতের মাটিতে একই কারণে বিশ্বকাপের ম্যাচ না খেলতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তানের ম্যাচগুলোর সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে বাংলাদেশ।
আইসিসির সভাতে এই বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। যদিও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে দুই দেশই নিজেদের জায়গায় ছাড় দিতে নারাজ।
যেহেতু ভারত রাজনৈতিক কারণ দেখিয়ে নিজেদের ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলবে না, পাকিস্তানও একই কারণ দেখিয়ে ভারতের মাটিতে না খেলার ইঙ্গিত দিয়েছে। এশিয়া কাপে ভারতের ম্যাচের ভেন্যু হতে পারে আরব আমিরাত, শ্রীলংকা, ওমান এমনকি ইংল্যান্ডেও!
যদি ভারত ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এদিকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা রয়েছে পাকিস্তানের। ভারত যদি এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে না খেলে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।