লস এঞ্জেলেসের দাবানলে পুড়ে গেছে অস্কারজয়ী অভিনেতা মেল গিবসনের বাড়ি
অস্কার জয়ী অভিনেতা মেল গিবসন জানিয়েছেন, তিনি যখন জো রোগান পডকাস্ট রেকর্ড করতে ব্যস্ত ছিলেন, তখন লস অ্যাঞ্জেলেসের দাবানলে তার মালিবুর বাড়ি "সম্পূর্ণ পুড়ে গেছে"। খবর বিবিসি'র।
ইতোমধ্যে একাধিক হলিউড তারকার বাড়ি দাবানলে সম্পূর্ণ পুড়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, তীব্র বাতাস দাবানলের আগুন আরও বাড়াতে পারে।
মেল গিবসন বলেছেন, তিনি টেক্সাসের অস্টিনে পডকাস্টে অতিথি হয়ে যাওয়ার সময় "অস্বস্তি" অনুভব করছিলেন, কারণ তিনি জানতেন তার এলাকা "আগুনে পুড়ে যাচ্ছে"।
গিবসন নিউজন্যাশনের এলিজাবেথ ভার্গাস রিপোর্টসে তিনি বলেন, "এটা একটা বিধ্বংসী বিষয়, এটা আবেগময়। এখন আমি আমার জিনিসপত্রের বোঝা থেকে মুক্তি পেয়েছি, কারণ সব কিছু ছাই হয়ে গেছে।"
'ব্রেভহার্ট' সিনেমার তারকা আরও জানান, তিনি ১৫ বছর ধরে সেখানে বসবাস করছিলেন এবং তার কিছু প্রতিবেশীর বাড়িও "পুড়ে গেছে"। এর মধ্যে অভিনেতা এড হ্যারিসের বাড়িও ছিল।
গিবসন বলেন, তার পরিবার একাধিকবার নিরাপত্তার জন্য স্থানান্তরিত হয়েছে এবং তারা নিরাপদে আছেন।
রোগানের পডকাস্টে, গিবসন ক্যালিফোর্নিয়া গভর্নরকে সমালোচনা করে বলেন, নিউজম বলেছিলেন তিনি "অরণ্যগুলোতে নজর রাখবেন"। কিন্তু "কিছুই করেননি"।
যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া রাজ্যের দাবানলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে, হাজার হাজার ভবন পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি। এতে ৩১ হাজার একর ভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার চিফ ডেভিড আকুনা রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে জানিয়েছেন, ১০ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, আগামী কয়েক দিনে বাতাসের গতির কারণে আরও ক্ষতি হতে পারে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট গ্যাভিন নিউজকে পদত্যাগ করতে বলেছেন। তিনি মন্তব্য করেছেন, "যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ও সুন্দর" এলাকা "ভস্মীভূত হয়ে যাচ্ছে"।
ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজম বলেন, সম্প্রদায়গুলোকে রক্ষা করার জন্য রাজ্য কর্তৃপক্ষ "প্রতিটি উপকরণ ব্যবহার করছে"।
গভর্নরের মুখপাত্র ট্রাম্পের বিপর্যয়টি রাজনৈতিকীকরণের অভিযোগ এনে বলেছেন, নিউজম মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং দমকল কর্মীদের প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করতে মনোযোগী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ক্যালিফোর্নিয়া রাজ্যে "সর্ববৃহৎ এবং বিধ্বংসী দাবানল" পরবর্তী সহযোগিতার জন্য তিনি অতিরিক্ত ফেডারেল সম্পদ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন।
দাবানলে কোন কোন তারকার বাড়ি পুড়েছে?
পারিস হিলটন এবং বিলি ক্রিস্টালসহ অনেক তারকার বাড়ি দাবানলে পুড়ে গেছে। হোটেল হেরিটেজ এবং রিয়েলিটি টিভি তারকা হিলটন তার সম্পত্তির ধ্বংসাবশেষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে বলেছেন, "এই হৃদয়ভাঙা অনুভূতি বর্ণনা করা সত্যিই অসম্ভব।"
অভিনেতা বিলি ক্রিস্টাল একটি বিবৃতিতে বলেছেন, তিনি এবং তার স্ত্রী জেনিসের "হৃদয়ভেঙে" গেছে, কারণ ১৯৭৯ সাল থেকে তারা যেখানে বসবাস করছিলেন, সেই প্যাসিফিক প্যালিসেডসের বাড়িটি হারিয়েছেন।
টিভি উপস্থাপক রিকি লেক বলেছেন, তিনি তার "স্বপ্নের বাড়ি" হারিয়েছেন এবং যোগ করেছেন, "এই আপোক্যালিপটিক ঘটনায় যারা কষ্ট পাচ্ছেন, তাদের সঙ্গে আমি শোকাহত।"
'দ্য ইউএস অফিস' টিভি সিরিজ অভিনেতা রেইন উইলসন তার পুড়ে যাওয়া বাড়ির একটি ভিডিও শেয়ার করে বলেছেন, দাবানল থেকে "একটি মূল্যবান বিষয়" শিখতে হবে।
অভিনেতা অ্যান্থনি হপকিন্স, জন গুডম্যান, অ্যানা ফ্যারিস এবং ক্যারি এলওয়েসও দাবানলে তাদের বাড়ি হারিয়েছেন।