‘আমাদের মেয়ের জন্য একটু প্রাইভেসি চাই’, পাপারাজ্জিদের আনুশকা
দেখতে দেখতে প্রায় এক বছর পূর্ণ করতে চলল ভামিকা। অথচ জন্মের পর এখন পর্যন্ত ছোট্ট ভামিকার মুখ দেখার সুযোগ হয়নি বেশিরভাগেরই। তার একটা ঝলকের জন্য হাপিত্যেশ করে বসে থাকেন নেটিজেনরা।
মেয়ের জন্মের আগেই মা আনুশকা স্পষ্ট জানিয়েছিলেন 'সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চাই'। বাবা-মা হিসাবে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত বিরুশকার। ভামিকার জন্মের পর পাপারাজ্জিদের উদ্দেশে নিজেদের সেই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছিলেন দুজনে। কমবেশি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে তারা। কিন্তু ব্যতিক্রম সর্বত্রই রয়েছে!
তিনি লেখেন, 'আমরা ভারতীয় পাপারাজ্জিদের কাছে কৃতজ্ঞ যে তারা ভামিকার কোনও ছবি বা ভিডিও প্রকাশ করেননি। বাবা-মা হিসাবে আমাদের অনুরোধ যে ক'জন সেই সব ছবি প্রকাশ্যে এনেছেন দয়া করে সেটা করবেন না, আমাদের পাশে থাকুন।'
আনুশকা আরও যোগ করেন, 'আমরা আমাদের সন্তানের জন্য প্রাইভেসি চাই। মিডিয়া আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে ওকে সাধারণভাবে বাঁচবার সুযোগ করে দিতে আমরা সবরকম চেষ্টা করে যাব। যখন ও বড় হয়ে যাবে, তখন আমরা ওকে আটকাব না, সেইজন্যই আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন এ ব্যাপারে। ফ্যানক্লাবগুলোকে বিশেষ ধন্যবাদ, পাশাপাশি নেটদুনিয়ার বহু মানুষকেও, যারা নিজেদের প্রথা ভেঙে ভামিকার ছবি প্রকাশ্যে আনেননি। আপনাদের এমন আচরণ সত্যিই পরিণত এবং দয়ায় পূর্ণ।'
মেয়ের জন্মের পর থেকে তার সঙ্গে কাটানো নানান মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নিলেও আজ পর্যন্ত ভামিকার মুখ প্রকাশ্যে আনেননি বিরুশকা। কারণ মেয়ের পরিচিতি গোপনেই রাখতে চেয়েছেন তারা।
২০২০ সালে ভোগ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাতকারে আনুশকা জানিয়েছিলেন, 'আমরা অনেক ভাবনাচিন্তা করেছি এটা নিয়ে। আমরা অবশ্যই আমাদের সন্তানকে জনসমক্ষে বড় করতে চাই না- সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি রাখতে চাই না। এই সিদ্ধান্তটা আমাদের সন্তান নিজেই নেবে। কোনও শিশুরই 'এক্সট্রা স্পেশাল' হওয়া উচিত নয়। আমরা জানি এটা কঠিন তবে আমরা সেটা অনুসরণ করতে চাই।'