ম্যাচ চলাকালীন প্রকাশ্যে ভামিকার ছবি, ‘হতভম্ব' বিরাট-আনুশকার কাতর অনুনয়!       

বাবাকে জায়েন্ট স্ক্রিনে দেখে খুশিতে ডগমগ হয়ে ওঠে ছোট্ট ভামিকা। আর গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে যায় নিমেষে। লাইভ টেলিকাস্টে অবশেষে সকলে দেখতে পান ভামিকার মুখ।