তিক্ততা নয়, বিচ্ছেদের পরেও শান্তির বার্তা সুস্মিতার
সম্পর্কে ভাঙন নিয়ে অবিরত কাটাছেঁড়ার মাঝেই তার নিস্তরঙ্গ যাপন। বিতর্ক-সমালোচনা ছুঁতে পারে না প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে।
সকাল সকাল অনুরাগীদের সে বার্তাই দিয়েছেন বঙ্গতনয়া। লিখেছেন, 'শান্তিই সুন্দর।' এর সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের একটি ছবি। চোখ নেই ক্যামেরার দিকে। ঠোঁটে হালকা লিপস্টিক। খোলা চুল ঢেকেছে মুখ। ইচ্ছে করেই যেন নিজেকে খানিক আড়াল করছেন সুস্মিতা। একইভাবে প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা বললেও তার কারণ রেখেছেন আড়ালেই।
উঠতি মডেল রোহমানের সঙ্গে বছর তিনেকের সম্পর্কে ইতি টেনেছেন সুস্মিতা। রাখঢাক না করে অনুরাগীদের সে কথা জানিয়েছেন নিজেই। লিখেছেন, 'আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে।' সুস্মিতা স্পষ্টভাবে বুঝিয়েছেন, এখন থেকে তারা শুধুই বন্ধু। পূর্বতন রসায়ন এখন অতীত। কিন্তু কেন ফিরে যেতে হল নিছক বন্ধুত্বে? সেই প্রশ্নের উত্তর আপাতত নিজের কাছেই রেখেছেন 'ম্যায় হুঁ না'র মিস চাঁদনী।
২০১৮ সাল থেকে প্রেম সুস্মিতা-রোহমানের। ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ দু'জনের। এরপর ভাললাগা। ভাললাগা থেকে মনের লেনদেন। সুস্মিতা এবং তার দুই মেয়ের সঙ্গেই থাকতেন রোহমান। কিন্তু সম্পর্কে ভাঙন ধরতেই অভিনেত্রীর বাড়ি থেকে চলে যান তিনি। শুধু থেকে গেছে বন্ধুত্ব। তাই তিক্ততা নয়, বিচ্ছেদের পরেও নিজের জন্য শান্তি খুঁজে পেয়েছেন সুস্মিতা।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা