নতুন বছরে আসবে কি রিহানা, দ্য রোলিং স্টোনসের নতুন গান?
প্রতীক্ষা অনেকদিনের। কিন্তু ভক্তদের জন্য আসবে তো নতুন বছরে বিয়ন্সে নোয়েলস, ডলি পার্টন, কেনিড্রক লামার, রিহানা বা দ্য রোলিং স্টোনসের অ্যালবাম?
বিয়ন্সে তার শেষ অ্যালবাম (লাইভ) এনেছিলেন ২০১৯ সালে। ২০২০ সালে 'ব্ল্যাক প্যারেড' নামে একটি সিঙ্গেল ট্র্যাক এনেছিলেন। বিয়ন্সে বোধ হয় ভুলেই গেছেন লেমনেডের সিক্যুয়েল প্রকাশ করেননি তিনি। ২০১৬ সালে এটি প্রকাশিত হয়েছিল। অন্য কিছু গায়কের সঙ্গে বিয়ন্সেও হিপ-হপ এবং আরঅ্যান্ডবির (রিদম অ্যান্ড ব্লুজ) পুনর্জাগরণ ঘটাচ্ছিলেন অ্যালবামটি দিয়ে। এই ঘরানার অন্যান্য শিল্পী যেমন কানিয়ে ওয়েস্টের অ্যালবামের অপেক্ষায়ও আছেন ভক্তরা।
রিহানা
তেত্রিশ বছর বয়সী 'ফ্যাশন মোগল' রিহানা রিদম অ্যান্ড ব্লুজ আর ব্রিটিশ পপের রানী। ২০২২ সাল কাঁপিয়ে দিতে পারে রিহানার নবম অ্যালবাম (যদি আসে!)। ভক্তদের অভিযোগ, ফ্যাশন হাউজ খুলে আর সাজ-সজ্জায় বেশি মনোযোগী হওয়ায় গানে রিহানা সময় দিচ্ছেন কম। প্রায় ছয় বছর হতে চলল, ২০১৬ সালে এএনটিআই আনার পর থেকে বসিয়ে রেখেছেন ভক্তদের। এখনো স্পষ্ট নয় ২০২২ সালে থলে থেকে বেড়াল বের করবেন কি না! তবে বলে রেখেছেন নতুন অ্যালবামটি হবে একেবারেই আলাদা।
ডলি পার্টন
মহামারিকালে ডলি ১ মিলিয়ন ডলার দান করেছিলেন কোভিড ভ্যাকসিন আবিষ্কার খাতে। গেল মার্চ মাসে জেমস প্যাটারসনের সঙ্গে মিলে ডলি প্রকাশ করেছিলেন তার প্রথম উপন্যাস 'রান রোজ রান'। ওই মার্চেই একেবারে আনকোরা ১২টি গানও প্রকাশ করেছিলেন একই নামে। এখন অপেক্ষা নতুন গানের।
কেন্ড্রিক লামার
সত্যিই কি লামার একটি অ্যালবাম আনতে পারেন এ বছর? ২০১৭ সালে ডিএএমএন অ্যালবাম দিয়ে পুলিৎজার জিতেছিলেন লামার। ভক্তরা চায় এবার তিনি সে রেকর্ডও ভেঙে দিন। ভক্তদের আশা বাড়ছে এ কারণে যে, অনেকদিন চুপ থাকার পর তিনি ইদানিং তার আগামী অ্যালবাম নিয়ে টুকটাক কথা বলছেন। ভক্তদের উদ্দেশে এই তারকা বলেছেন, 'সি ইউ সুন'।
গানস অ্যান্ড রোজেস
২৩ বছর পর ২০১৬ সালে রোজ আর স্ল্যাশ একসঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন। পরে তারা একসঙ্গে ট্যুরও দিয়েছেন। এটা ভক্তদের দারুণ আশাবাদী করেছে। এখন তারা অপেক্ষা করছেন নতুন অ্যালবামের। ২০০৮ সালে ব্যান্ডটি 'চাইনিজ ডেমোক্রেসি' নামে অ্যালবাম এনেছিল, সেটাতে অবশ্য স্ল্যাশ ছিলেন না।
ভক্তদের আশা জেগেছে আরো যে কারণে তা হলো, হার্ড-রক ব্যান্ডটি 'অ্যাবসার্ড' এবং 'হার্ড স্কুল' নামে দুটি পুরোনো অপ্রকাশিত গান আবার নতুন করে সাজিয়েছে। ফেব্রুয়ারির ২৫ তারিখে গানগুলো একটি এক্সটেন্ডেড প্লেতে প্রকাশিত হবে। কিন্তু অ্যালবাম? স্ল্যাশ অবশ্য একটু আশাহত করেছেন। বলেছেন, এখনো নতুন গান লেখা শুরু হয়নি।
রোলিং স্টোনস
মিক জ্যাগার আর কিথ রিচার্ডস বলেই দিয়েছেন, ১৬ বছর আগের তুলনায় নতুন অ্যালবামটি একেবারেই অন্যরকম হবে। যদিও দলটি ড্রামার চার্লি ওয়াটসের মৃত্যুতে কিছুটা ধুঁকছে, পরিবর্তে ট্যুরে রাখছে স্টিভ জর্ডানকে । তবু ২০২০ সালে তাদের একক গান 'লিভিং ইন আ ঘোস্ট টাউন' আর একুশে তাদের পরিবেশনা দেখে মনে হচ্ছে দলটি ভালোই গুছিয়ে নিয়েছে।
এছাড়াও হান্ড্রেড গাইজ আর উইকেন্ডের অ্যালবামেরও অপেক্ষা করছেন ভক্তরা।