করোনায় আক্রান্ত ‘বাহুবলী’র কাটাপ্পা
করোনায় আক্রান্ত হয়েছেন 'বাহুবলী' সিনেমায় কাটাপ্পা চরিত্রে অভিনয় করা অভিনেতা সত্যরাজ।
এতদিন তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এই মুহূর্তে সত্যরাজের অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে আশা করা হচ্ছে।
সত্যরাজের ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, তিনি দ্রুত সেরে উঠছেন। দু-তিন দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। তবে বাড়িতেও এক সপ্তাহ বা তার বেশি সময় তাকে আইসোলেশনে থাকতে হতে পারে।
এস এস রাজামৌলির 'বাহুবলী' ছবিতে অভিনয় করে তুমুল খ্যাতি পেয়েছিলেন সত্যরাজ। 'বাহুবলী'র প্রথম কিস্তি শেষে দর্শকদের মুখে মুখে একটাই প্রশ্ন ছিল—কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছেন?
- সূত্র: আনন্দবাজার পত্রিকা