ম্যাচ চলাকালীন প্রকাশ্যে ভামিকার ছবি, ‘হতভম্ব' বিরাট-আনুশকার কাতর অনুনয়!
কেপটাউনে গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। অধিনায়কত্ব বিতর্কের পর এখন ব্যাটসম্যান কোহলির দিকেই নজর সবার। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের হাল এদিনও ধরেছিলেন বিরাট। ২৫তম ওভারে অর্ধশত রানের গণ্ডি পার করেন বিরাট। ওমনি গ্যালারিতে বসে থাকা আনুশকা উচ্ছ্বাস প্রকাশ করেন, সেই সময় আনুশকার কোলেই ছিল ভামিকা। বাবাকে জায়েন্ট স্ক্রিনে দেখে খুশিতে ডগমগ হয়ে ওঠে ছোট্ট ভামিকা। আর গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে যায় নিমেষে। লাইভ টেলিকাস্টে অবশেষে সকলে দেখতে পান ভামিকার মুখ।
'একদম বিরাটের মতো দেখতে ভামিকাকে', সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হতে সবার মুখেই এককথা। স্টেডিয়ামে যেভাবে মায়ের কোলে ভামিকার দেখা মিলল সাদা-গোলাপি ফ্রকে, তাতে অনেকে এমনটাও ভাবতে শুরু করেন এবার বোধহয় মেয়ের মুখ না দেখানোর পণ ভেঙে ফেলেছেন বিরুশকা। তবে সোমবার বেলা গড়াতেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিরাট-আনুশকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে একই বিবৃতি ভাগ করে নিয়েছেন তারা।
"আমরা বুঝতে পেরেছি গতকাল স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে এবং সেটা ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। সবাইকে বলতে চাই আমরা হতভম্ব এবং সত্যিই বুঝতে পারিনি ক্যামেরা আমাদের দিকে তাক করা ছিল। আমাদের অবস্থান এখনো একই রয়েছে এবং আগের মতো একই অনুরোধ জানিয়ে যাব আমরা। আমরা সত্যিই চাই না, ভামিকার ছবি তোলা হোক বা সেটি প্রকাশ্যে আনা হোক, আর এর পেছনের কারণ আমরা আগেই ব্যখ্যা করেছি।"
মেয়ের জন্মের পরেই গত বছর জানুয়ারিতে পাপারাজ্জিদের কাছে বিরাট-আনুশকার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি পাঠানো হয়েছিল। সেখানে লেখা ছিল "এত বছর ধরে আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুশি হয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিচ্ছি। বাবা-মা হিসাবে আমাদের একটা অতি সাধারণ অনুরোধ রয়েছে আপনাদের কাছে। আমরা নিজেদের সন্তানের গোপনীয়তা বজায় রাখতে চাই, এই কাজে আপনাদের সাহায্য ও সমর্থন প্রয়োজন।"
"আমরা আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের সন্তানের কোনরকম ছবি আপনারা তুলবেন না বা কোথাও ছড়িয়ে দেবেন না। আশা করছি আপনারা বুঝবেন আমরা কোন পরিস্থিতি থেকে এই কথাগুলো বলছি, এবং এর জন্য আগাম ধন্যবাদ।"