৯২ কোটি টাকায় নেটফ্লিক্সে বিক্রি হলো শাহরুখ-আলিয়ার ‘ডার্লিংস’
শাহরুখ খানের 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট' ও আলিয়া ভাটের প্রযোজনায় মুক্তি পাচ্ছে নতুন ছবি 'ডার্লিংস'। বড় পর্দার বদলে এই ছবি সরাসরি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। ৯২ কোটি টাকায় এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স।
জানা যায়, ডারলিংস একটি ডার্ক কমেডি ঘরানার সিনেমা। ছবির গল্প দুই মা-মেয়ের সম্পর্ককে ঘিরে। ছবিতে মেয়ের ভূমিকায় অভিনয় করছেন আলিয়া নিজেই। তার মায়ের ভূমিকায় থাকবেন শেফালি শাহ। এরই মধ্যে সিনেমাটির শ্যুটিং শেষ হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানায়, ছবির টার্গেট অডিয়েন্স ওটিটিতেই বেশি আকর্ষিত হবে বলে ভাবছেন নির্মাতারা। তাই বড় পর্দায় মুক্তি না দিয়ে সরাসরি ওটিটিতেই ছবিটিকে মুক্তি দেওয়া হচ্ছে।
ডারলিংসের পরিচালনায় আছেন যশমিত রিন। কোনো নারী পরিচালকের ছবি এতো দামে (৯২ কোটি টাকা) বিক্রি হওয়ার নজিরও তেমন নেই।
সূত্র: পিংকভিলা।