আসছে 'বেটার কল সল' এর ফাইনাল সিজন, প্রিমিয়ারের তারিখ ঘোষণা
সনি পিকচার্স টিভির জনপ্রিয় 'ব্রেকিং ব্যাড' সিরিজের প্রিক্যুয়েল 'বেটার কল সল'-এর ষষ্ঠ, অর্থাৎ ফাইনাল সিজনের প্রিমিয়ার হতে যাচ্ছে ১৮ এপ্রিল। এএমসি এবং এএমসি প্লাসে প্রচারিত হবে সিরিজটি।
সিরিজটির পঞ্চম সিজন মুক্তি পাওয়ার প্রায় ২ বছর পর প্রচারিত হতে যাচ্ছে চূড়ান্ত সিজন। পঞ্চম সিজন প্রচারিত হয়েছিল ২০২০ এর ২০ এপ্রিল।
মূলত মহামারির কারণে শেষ সিজনের প্রোডাকশন কাজ পিছিয়ে দেওয়া হয়।
এছাড়া, গত বছরের জুলাইয়ে সিরিজে 'সল গুডম্যান' এর চরিত্রে অভিনয় করা বব ওডেনকার্ক শুটিং সেটে মৃদু হার্ট অ্যাটাক করেন। এতে পিছিয়ে যায় শুটিং কাজ।
'বেটার কল সল' এর শেষ সিজনে এপিসোড থাকবে মোট ১৩টি।
প্রথম ৭টি এপিসোড প্রচারিত হবে এপ্রিল ও মে মাসে।
ছয় সপ্তাহের বিরতির পর শেষ এপিসোডগুলোর প্রিমিয়ার হবে ১১ জুলাই।