বলিউড সবচেয়ে নিষ্ঠুর ইন্ডাস্ট্রি: আলিয়া ভাট
দেখতে দেখতে বলিউডে এক দশক পার করে দিয়েছেন আলিয়া ভাট। এসময়ে শাহরুখ খান, সঞ্জয় দত্ত থেকে শুরু ভারতের শীর্ষস্থানীয় অনেক তারকার সঙ্গেই কাজ করেছেন তিনি। পরবর্তী ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'তে অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে তাকে।
শাহরুখ-অজয়ের মতো বর্ষীয়ান তারকারা কীভাবে এতবছর টিকলেন, তা নিয়ে এবার মন্তব্য করেছেন আলিয়া। এবং এই মর্মে বলিউডকে 'সবচেয়ে নিষ্ঠুর ইন্ডাস্ট্রি' বলেও আখ্যা দিয়েছেন তিনি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ২৮ বছর বয়সী তারকা বলেন, "পরিশ্রম, ধারাবাহিকতা ও দর্শকদের সঙ্গে সংযোগ; এগুলোই তাদের পক্ষে কাজ করেছে।"
"আরও অনেক কারণ আছে। প্রধান বিষয় হলো, আপনাকে কাজের মধ্যেই জীবন-যৌবন সবকিছু দিতে হবে। কেবল তবেই আপনি টিকতে পারবেন। বলিউড সবচেয়ে নিষ্ঠুর ফিল্ম ইন্ডাস্ট্রি।"
নিজের শতভাগ না দিলে বলিউডে কেউ এক বছরের বেশি টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।
আলিয়া বলেন, অজয় হোক বা শাহরুখ, সেটে কেউ সুপারস্টারের দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন না। তারা সাধারণ অভিনেতার মতোই সেটে আসেন, কাজ করেন এবং বাড়ি ফিরে যান।
অজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্বন্ধে আলিয়া বলেন, "তিনি আমাকে জুনিয়র হিসেবে দেখেন না। আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করেন। আমাকে প্রশ্ন করেন, আমার কথা শোনেন।"
এই ছবিতে অজয়ের সাথে এক দৃশ্যে তাকে তেমন দেখা যাবে না বলেও জানান আলিয়া।
বর্তমানে সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির মুক্তির জন্য অপেক্ষায় আছেন আলিয়া। বানসালির সঙ্গে এটিই তার প্রথম সিনেমা। তবে অজয় এর আগেও কাজ করেছেন এই প্রখ্যাত নির্মাতার সঙ্গে। বানসালির ১৯৯৯ সালের ব্যবসাসফল ছবি 'হাম দিল দে চুকে সানাম'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।