না ফেরার দেশে বাপ্পি লাহিড়ী
ভারতীয় সঙ্গীত রচয়িতা এবং গায়ক বাপ্পি লাহিড়ী মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
এনডিটিভি জানায়, দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।
"লাহিড়ী এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হলে তার পরিবার বাড়িতেই একজন চিকিৎসক আনেন। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। তার একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) এর কারণে তার মৃত্যু হয়," বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) কে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ডাঃ দীপক নামজোশি।
১৯৭০-৮০ এর দশকে 'চলতে চলতে', 'ডিস্কো ড্যান্সার' এবং 'শারাবি'র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন বাপ্পি লাহিড়ী।
রিয়েলিটি শো বিগ বস ১৫-তে অভিনেতা সালমান খানের সাথে তাকে শেষবারের মতো পর্দায় দেখেন দর্শকেরা। বাঘি ৩ মুভির জন্য গাওয়া 'ভাঙ্কাস' গানটিই বলিউডে গাওয়া তার শেষ গান।
গত বছরের এপ্রিলে কোভিডে সংক্রমিত হলে বাপ্পি লাহিড়ীকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পরই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।