'চরিত্রটা ক্যারিকেচার হিসেবে দেখাতে চাইনি', ‘হাড্ডি’ সিনেমা নিয়ে নওয়াজউদ্দিন
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নতুন ছবি আসতে চলেছে, নাম 'হাড্ডি'। আর এই ছবিতে নওয়াজকে একদম অন্য রূপে দেখা যাবে।
সম্প্রতি জি স্টুডিওজের পক্ষ থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকির এই ছবিতে অভিনয়ের কিছু দৃশ্য শেয়ার করা হয়েছে। জানা গেছে এই ছবিতে একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিনকে।
আগামী বছর ছবিটি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই একবার ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির লুক কেমন হবে সেটা প্রকাশ্যে এসেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সকলেরই একটাই বক্তব্য ছিল, ইনি কে? নওয়াজউদ্দিন নাকি অর্চনা পুরান সিং? সম্প্রতি এই সিনেমার আরও বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, ভক্তরা জানিয়েছেন এই ছবিগুলো তাদের কাজল, প্রিয়াঙ্কা চোপড়া এবং রবিনা ট্যান্ডনের কথা মনে করাচ্ছে।
তবে এমন একটা চরিত্র যা আগে কখনও করেননি, সেই চরিত্রে অভিনয় করার জন্য নওয়াজউদ্দিন নিজেকে কীভাবে তৈরি করেছিলেন? এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'হাড্ডি ছবিতে আমায় অনেক রূপান্তরকামী মানুষের সঙ্গে কাজ করতে হয়েছে। আমি তাদের ২০-২৫ জনের মধ্যে থেকেছি, সময় কাটিয়েছি। তারা যেভাবে পৃথিবীকে দেখেন সেটা সম্পূর্ণ আলাদা। শুধু আলাদাই নয়, আকর্ষণীয় বটে! তাদের জীবনের ব্যাপারে আমি অনেক কিছু শিখেছি।'
অভিনেতা আরও বলেন, ' আমি এই চরিত্রটাকে একটা ক্যারিকেচার হিসেবে তৈরি করতে চাইনি। বরং একজন রূপান্তরকামী মানুষ যেমন হন, তিনি যেমন ভাবেন নিজেকে হাড়ে-মজ্জায় সেভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর সেই কারণেই আমি তাদের সঙ্গে থেকেছি, সময় কাটিয়েছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমার এই চেষ্টা পর্দায় কীভাবে ধরা দেয় তা দেখার জন্য।'
হিরোপান্তি ২ ছবিতে নওয়াজউদ্দিনকে লায়লা শরণের চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু অভিনেতা জানান, হাড্ডি ছবিতে তকে যে চরিত্রে দেখা যাবে সেটা লায়লা শরণের চরিত্রটির থেকে অনেকটাই আলাদা। হিরোপান্তি ২ ছবিতে তার চরিত্র ছিল একজন পুরুষের যার মধ্যে 'মেয়েলি' ব্যাপার আছে। কিন্তু সেখানে তিনি ট্রান্সজেন্ডার ছিলেন না।