অস্কারে থাপ্পড়-বিতর্ক: নীরবতা ভেঙে অবশেষে জাডার পোস্ট
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে থাপ্পড় খেয়েছেন আমেরিকান কমেডিয়ান ও এবারের অস্কারের সঞ্চালক ক্রিস রক। স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে সস্তা রসিকতা করায় অস্কারের মঞ্চে উঠে ক্রিসকে সজোরে চড় মারেন অভিনেতা উইল স্মিথ।
গতকালই ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নিজের ইন্সটাগ্রামে পোস্টে দেন উইল স্মিথ। এবার নীরবতা ভাঙলেন জাডাও।
অস্কারের সে ঘটনার প্রসঙ্গ টেনেই যেন ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'সিজন ফর হিলিং' অর্থাৎ এখন সময় নিজেকে সারিয়ে তোলার।
রোববার রাতে সে ঘটনার সময় উপস্থাপক ক্রিস 'বেস্ট ডকুমেন্টারি'-এর পুরস্কার উপস্থাপনের জন্য মঞ্চে ছিলেন।
তিনি জাডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা এবং চুল পড়া নিয়ে ব্যঙ্গ করেন। 'অ্যালোপেশিয়া' নামের রোগে আক্রান্ত জাডা। এই রোগের কারণে মাথার চুল পড়ে যায়।
অনলাইন-অফলাইনে ঘটনাটি অসংখ্য বিতর্কের জন্ম দিলেও জাডা ছিলেন মুখে কুলুপ এঁটে। অবশেষে নিজের মতামত প্রকাশে শরণাপন্ন হলেন ইনস্টাগ্রামের।
আগের দিন ইনস্টাগ্রামে স্মিথ লেখেন, 'সহিংসতা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না, অমার্জনীয় অপরাধ করেছি। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু জাডার শারীরিক পরিস্থিতি নিয়ে রসিকতা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। আমি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, যা উচিত হয়নি।"
উইল স্মিথের ক্ষমা প্রার্থনার প্রসঙ্গে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ক্রিস রক। তবে অস্কারের এই থাপ্পড়-কাণ্ডে তার আসন্ন কমেডি শোগুলোর টিকিটের বিক্রি তুমুল বেড়ে গেছে বলে জানা গেছে।
টিকপিক নামে একটি লাইভ ইভেন্ট টিকেটিং সাইট সোমবার জানায়, গত এক মাসে যতগুলো টিকিট বিক্রি হয়েছে তার চেয়ে অস্কারের ঘটনার পর এক রাতেই টিকিট বিক্রি হয়েছে বেশি।
একজন মুখপাত্র সিবিএসকে আরও জানিয়েছেন, বুধবার বোস্টনে রকের একটি আসন্ন শোয়ের টিকিটের মূল্য ৪৬ ডলার থেকে ৪১১ ডলারে দাঁড়িয়েছে।
অস্কারের মঞ্চে এমন নজিরবিহীন ঘটনার কিছুক্ষণ পরেই 'কিং রিচার্ড' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হন স্মিথ।
আমেরিকার টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা রিচার্ড উইলিয়ামসের ভূমিকায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান স্মিথ।
পুরস্কার গ্রহণের পর বক্তব্যে তিনি বলেন, ''যেভাবে ভেনাস-সেরেনার বাবা তাদের ও তাদের পরিবারকে আগলে রেখেছিলেন, তা প্রত্যেক মানুষের কর্তব্য। আমিও এটাই শিখেছি।''
তবে ঘটনাটি জানার পর রিচার্ড উইলিয়ামস বিস্ময় প্রকাশ করেন এবং উইল স্মিথের আচরণের নিন্দা করেন। তিনি তার ছেলের মাধ্যমে এনবিসিকে জানান, 'ঠিক কী ঘটেছে তার বিস্তারিত আমাদের জানা নেই।"
"তবে আত্মরক্ষার জন্য ব্যতিরেকে কেউ কাউকে আঘাত করলে তাকে আমরা মার্জনার দৃষ্টিতে দেখি না।"
- সূত্র- বিবিসি