চড়-কাণ্ডের পর বেরিয়ে যেতে বলা হয়েছিল, শোনেননি উইল স্মিথ
৯৪তম অস্কারের সঞ্চালক ও আমেরিকান কমেডিয়ান ক্রিস রককে চড় মারার পরই অস্কারের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল অভিনেতা উইল স্মিথকে। কিন্তু তিনি যেতে চাননি বলে জানিয়েছে অস্কার কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও একরকম জোর করেই অনুষ্ঠানে থেকে যান তিনি। বহুল আলোচিত এ ঘটনা নিয়ে তদন্ত করতে নেমে এ কথা জানিয়েছে তারা।
একাডেমি আরও জানায়, "চাইলে আমরাও ঘটনাটিকে একটু অন্যভাবে সামাল দিতে পারতাম।"
শেষ পর্যন্ত তা না হওয়ায় সঞ্চালক ক্রিস রকের কাছে আনুষ্ঠানিক ভাবে দুঃখপ্রকাশ করেছে একাডেমি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 'শীঘ্রই অভিনেতা স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে তারা'।
২৭ মার্চ রাতে অস্কারের পুরস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রকের গালে চড় মারেন সদ্য অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। পরে নিজের কাজের জন্য প্রকাশ্যে ক্ষমাও চান তিনি।
তবে স্মিথ ক্ষমা চাইলেও একাডেমি জানিয়েছে, অভিনেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। শৃঙ্খলাভঙ্গের অপরাধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ১৮ এপ্রিল একাডেমির বোর্ডের বৈঠক বসতে চলেছে। সেদিনই স্মিথের শাস্তি ঘোষণা হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেতা একাডেমির আচরণ সংক্রান্ত নিয়ম নীতি ভেঙেছেন।
রোববার একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন রসিকতা করতে করতে এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করেন ক্রিস রক।
"আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় আছি।" ওই মন্তব্য শুনে অসন্তুষ্ট হন একেবারে সামনের সারিতে বসে থাকা জাডা। তার মুখভঙ্গি দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
এর পরই উঠে দাঁড়ান স্মিথ। মঞ্চে উঠে কোনো কথা না বলেই সজোরে ক্রিসের গালে একটি চড় বসিয়ে দেন! আচমকা চড় খেয়ে কিছুক্ষণের জন্য হচকচিয়ে গিয়েছিলেন ক্রিস, কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র 'জি আই জেন'-এ মূল নারী চরিত্রের অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে সেসময় আলোচনার ঝড় ওঠে। স্মিথের স্ত্রী জাডারও চুল কম। এ কারণেই সম্ভবত রসিকতা করে জাডাকে 'জি আই জেন ২'-এর নায়িকার ভূমিকায় দেখার ইচ্ছার কথা বলে রসিকতা করেন ক্রিস।
- সূত্র: বিবিসি