থাপ্পড়-বিতর্কের পর প্রথমবার জনসমক্ষে ক্রিস রক
৯৪তম অস্কার মঞ্চের আলোচিত-সমালোচিত অঘটনের পর বুধবার রাতে প্রথম জনসমক্ষে এলেন মার্কিন কমেডিয়ান ক্রিস রক। এবারের অস্কারের সঞ্চালক ছিলেন তিনি।
বোস্টনের উইলবার থিয়েটারে ক্রিসের প্রথম শোয়ের শুরুতেই দর্শকেরা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানায়। দর্শকদের ভালোবাসা এবং এমন উষ্ণ অভিবাদন পেয়ে ক্রিস অনেকটাই আবেগঘন হয়ে ওঠেন। এমনকি তার চোখে সে সময় আনন্দাশ্রুও দেখা যায়।
উপহাসের সুরে দর্শকদের কাছে ক্রিস প্রশ্ন ছুঁড়ে দেন, "তো কেমন ছিল আপনাদের এই সপ্তাহ?" উপস্থিত দর্শকেরা তার রসিকতায় হাসিতে ফেটে পড়েন।
তিনি বলেন, "যা ঘটে গেছে সে সম্পর্কে আমার কাছে একগুচ্ছ তথ্য নেই। সুতরাং আপনারা যদি এটিই শুনতে এখানে এসে থাকেন… আমি এখনো গুছিয়ে নিচ্ছি, হয়তো একটা পর্যায়ে এ নিয়ে কথাও বলব। তাতে যেমন গম্ভীর কিছু প্রসঙ্গ থাকবে, আবার থাকবে খানিক মজার কথাও। তবে এখন এই মুহূর্তে আমি শুধুই কৌতুক শোনাবো।" এরপর তিনি তার পারফর্ম্যান্স চালিয়ে নিতে থাকেন।
কৌতুক এই অভিনেতা এই মুহূর্তে ব্যস্ত আছেন তার 'ইগো ডেথ ট্যুরে'।
ক্রিস রক প্রায় এক ঘণ্টা পরে তার দ্বিতীয় শোটির জন্য মঞ্চে ফিরে আসেন। তাকে তখন আবারো দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয়।
সেখানেও তিনি একই কথার পুনরাবৃত্তি ঘটান; জানান অস্কারের ঘটনাটি সম্পর্কে সামনে আরও বিস্তারিতভাবে কথা বলার পরিকল্পনা রয়েছে তার।
উইল স্মিথের সাথে কোনরূপ যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিস বলেন, এখন অব্দি কারো সাথেই তার কোনো কথা হয়নি।
গত রোববার একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন রসিকতা করতে করতে একপর্যায়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করেন ক্রিস রক।
জাডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা এবং চুল পড়া নিয়ে ব্যঙ্গ করেন ক্রিস। 'অ্যালোপেশিয়া' নামের রোগে আক্রান্ত জাডা। এই রোগের কারণে মাথার চুল পড়ে যায়।
এরপরই উঠে দাঁড়ান স্মিথ। মঞ্চে উঠে কোনো কথা না বলেই সজোরে ক্রিসের গালে একটি চড় বসিয়ে দেন! আচমকা চড় খেয়ে কিছুক্ষণের জন্য হচকচিয়ে গিয়েছিলেন ক্রিস, কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন।
পরদিন নিজের আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান উইল স্মিথ।
ইনস্টাগ্রামে স্মিথ লেখেন, "আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই, এ আচরণ তার পরিচয় দেয় না।"
এদিকে ক্রিস রককে চড় মারার পরই অস্কারের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল অভিনেতা উইল স্মিথকে। কিন্তু তিনি যেতে চাননি বলে পৃথক এক বিবৃতিতে জানিয়েছে অস্কার কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও একরকম জোর করেই নাকি অনুষ্ঠানে থেকে যান তিনি। বহুল আলোচিত এ ঘটনা নিয়ে তদন্ত করতে নেমে এ কথা জানিয়েছে তারা।
একাডেমি আরও জানায়, "চাইলে আমরাও ঘটনাটিকে একটু অন্যভাবে সামাল দিতে পারতাম।"
শেষ পর্যন্ত তা না হওয়ায় সঞ্চালক ক্রিস রকের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে একাডেমি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শীঘ্রই অভিনেতা স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে তারা।
- সূত্র-সিএনএন