অস্কার থেকে উইল স্মিথের পদত্যাগ
গত রোববার অস্কারের ৯৪তম আসরে কমেডিয়ান ক্রিস রককে মঞ্চে চড় মারার পর এবার অস্কার একাডেমি থেকে পদত্যাগ করেছেন মার্কিন অভিনেতা উইল স্মিথ।
এক বিবৃতিতে তিনি বলেন, "৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আমার প্রতিক্রিয়া ছিল অমার্জনীয়।"
এদিকে তার পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছে একাডেমি। তবে, উইলের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া চলমান রেখেছে তারা।
একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন রসিকতা করতে করতে এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করেন ক্রিস রক।
"আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় আছি।" ওই মন্তব্য শুনে অসন্তুষ্ট হন একেবারে সামনের সারিতে বসে থাকা জাডা। তার মুখভঙ্গি দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
এর পরই উঠে দাঁড়ান স্মিথ। মঞ্চে উঠে কোনো কথা না বলেই সজোরে ক্রিসের গালে একটি চড় বসিয়ে দেন! আচমকা চড় খেয়ে কিছুক্ষণের জন্য হচকচিয়ে গিয়েছিলেন ক্রিস, কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন।
এর কিছু সময় পরই তিনি 'কিং রিচার্ড' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন।
শুক্রবার উইল স্মিথ বলেন, "আমার কাজে আঘাত পাওয়া মানুষের তালিকাটি দীর্ঘ। এরমধ্যে রয়েছে ক্রিস, তার পরিবার, আমার অনেক প্রিয় বন্ধু, উপস্থিত সকলে এবং বিশ্বের অন্যান্য শ্রোতারা।"
"আমি একাডেমির সাথে বিশ্বাসঘাতকতা করেছি। অন্যান্য মনোনীত এবং বিজয়ীদেরকে তাদের অসাধারণ কাজ উদযাপন করার সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমি ভেঙে পড়েছি।"
তিনি আরও বলেন, "একটি পরিবর্তনের জন্য সময় লাগে এবং আমি যাতে আর কখনো সহিংসতাকে প্রশ্রয় না দেই তা নিশ্চিত করার জন্য কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"
- সূত্র: বিবিসি