আধ্যাত্মিক শান্তির খোঁজে ভারতে উইল স্মিথ
হলিউড অভিনেতা উইল স্মিথ ভারত সফর করেছেন। হলিউডের এই তারকাকে শনিবার দেখা গেছে মুম্বাই এয়ারপোর্টে।
অস্কারের মঞ্চে থাপ্পড় বিতর্কের পর এই প্রথম জনসম্মুখে এলেন অভিনেতা। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাত নেড়েছেন, ভক্তদের সাথে ছবিও তুলেছেন উইল স্মিথ।
সূত্রের খবর, আধ্যাত্মিক শান্তির খোঁজে ভারতে গেছেন স্মিথ। সদগুরুর সঙ্গে স্মিথের দীর্ঘদিনের আলাপ। এবারেও সম্ভবত সদগুরুর সঙ্গে দেখা করতেই ভারতে স্মিথ। যদিও এই প্রথমবার নয়। ২০১৯ সালে প্রথমবার ভারতে গেছিলেন অভিনেতা। হরিদ্বারে গিয়েছিলেন তিনি। গঙ্গার ঘাটে সন্ধ্যারতি করতে দেখা গিয়েছিল তাকে। তখন থেকেই সদগুরুর সঙ্গে তার পরিচয়। তার আধ্যাত্মিক গুরুকে একবার নিজের বাড়িতেও নিমন্ত্রণ করেছিলেন তিনি।
অস্কারের মঞ্চে স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের অসুস্থতাকে নিয়ে সঞ্চালক ও কমেডিয়ান ক্রিস রকের চটুল রসিকতা সহ্য করতে না পেরে মঞ্চে উঠে চড় মেরেছিলেন স্মিথ। যদিও এর কিছুক্ষণ পর 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পান স্মিথ। পুরস্কার হাতে নিয়ে মেজাজ হারানোর জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ঘটনার বিতর্কের জল গড়ায় বহুদূর।
অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয় শাস্তি হিসেবে উইল অ্যাকাডেমির কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, অস্কারেও না। যদিও নমিনেশন পাবেন, পুরস্কারও জিততে পারবেন। তবে অংশ নিতে পারবেন না। উইল তাকে দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন।
- সূত্র- ভারতীয় গণমাধ্যম