‘দুই মন, ভিন্ন চিন্তাধারা আসে’, কাজলের সঙ্গে বিয়ের পর উত্থান-পতন নিয়ে অকপট অজয়
১৯৯৫ সালে 'হালচাল' ছবির শ্যুটিং চলাকালীন সেটে পরিচয় হয় অজয় দেবগণ এবং কাজলের। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। এক নতুন সাক্ষাৎকারে অজয়কে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে নিজের দাম্পত্যকে টিকিয়ে রেখেছেন তিনি। উত্তরে অভিনেতা বলেছেন, 'খুব ভালো ভাবেই।' তবে অভিনেতার ভাষায়, উত্থান-পতনও এসেছে তাঁদের দাম্পত্য জীবনে।
'গুন্ডারাজ', 'ইশক', 'রাজু চাচা', 'পেয়ার তো হোনা হি থা', 'তানাজি'-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন অজয় এবং কাজল। ২০০৩ সালে এই জুটির মেয়ে নাইসার জন্ম হয়, ২০১০ সালে ছেলে যুগের মা হন কাজল।
কাজলের সঙ্গে কীভাবে নিজের বিয়ে টিকিয়ে রেখেছেন অজয়? এ বিষয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, 'ভালোভাবে টিকিয়ে রাখা চেষ্টা করেছি। যদিও প্রতিটি বিয়েতেই উত্থান-পতন থাকে। মতবিরোধ আছে, কিন্তু আপনাকে সেগুলো পরিচালনা করতে হবে কারণ সবার মন একই রকম হতে পারে না।'
অজয় আরো বলেন, "আমরা শর্তে আসি যে কোনটি সঠিক এবং কোনটি ভুল তা নিয়ে আলোচনা করবো এবং এভাবেই কাজ করেছে। আপনাকে একে-অপরের দৃষ্টিভঙ্গিও বুঝতে হবে। প্রথমত, আপনি যখন মনে করেন যে আপনি ভুল, তখন আপনাকে খুব খোলামেলা হতে হবে। ভুলের জন্য ক্ষমা চাইতে উচিত এবং এটা পার হয়ে আবার নতুনভাবে শুরু করতে হবে। আপনি যদি আপনার অহংকার নিয়ে থাকেন তবে এটি কাজ করবে না।"
বাস্তব জীবনে অভিনেতা কতটা 'রোম্যান্টিক', সে বিষয় কথা বলতে গিয়ে অজয় বলেন, 'আমি আত্মমগ্ন মানুষ নই। আমি অপরের কথা ভাবি। অনেক যত্ন করার চেষ্টা করি এবং তা ভিন্ন উপায়ে প্রকাশ করি। ভালোবাসা অংশীদারিত্ব, দায়িত্ব এবং যত্নে রূপান্তরিত হয় এবং এটি ভালোবাসার চেয়ে শক্তিশালী। কারণ শুধুমাত্র ভালোবাসা দিয়ে কোনও কিছু হয় না।'
অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিং, বোমান ইরানি অভিনীত 'রানওয়ে ৩৪' সিনেমা হলে মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। ছবির জন্য ব়্যাপ সং গেয়েছেন যশরাজ মুখাটে। সেই গানেই বেশকিছু ব়্যাপ সংলাপ রয়েছে অজয়েরও।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। ক্যাপ্টেন বিক্রান্ত খান্না (অজয়) ফ্লাইট একটি আন্তর্জাতিক গন্তব্য থেকে টেক অফ করার পরে একটি রহস্যময় পথ নেয়। অজয় শুধু ছবিতে অভিনয়ই করেননি, প্রজেক্টটি পরিচালনা ও প্রযোজনাও করেছেন।