অস্কারের বাছাইপর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে নুহাশ হুমায়ূনের 'মশারি'
সেরা ন্যারেটিভ শর্টের জন্য আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল জুরি পুরস্কার জিতেছে নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ভৌতিক চলচ্চিত্র 'মশারি'। এর ফলে ছবিটি অস্কারের বাছাই পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন নুহাশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়ে নিজের টিম, পরিবার ও শিল্প সহকর্মীদের ধন্যবাদ দিয়েছেন নুহাশ।
'মশারি' চলচ্চিত্রে দুই বোনের ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল এবং নুহাশ হুমায়ূনের ভাগ্নি অনোরা সাইফ।
ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে ভয়ঙ্কর বিপর্যয়মূলক এক পৃথিবীকে কেন্দ্র করে যেখানে রক্তপিপাসু প্রাণীর দল ঘুরে বেড়ায় এবং ঢাকার বাসিন্দারা তার হাত থেকে বাঁচতে মশারির ভেতরে রাত কাটায়।
আটলান্টা পুরস্কার ছাড়াও 'মশারি' মার্শে দ্যু ফিল্ম-ফেস্টিভাল ডি কান এবং এসআইটিজিইএস ফেস্টিভাল এর জন্য নির্বাচিত হয়েছে।