আবারও সিনেমার জগতে ফিরছেন ইমরান খান?
'জানে তু... ইয়া জানে না', 'আই হেট লাভ স্টোরিজ' এর মতো সিনেমার জন্য পরিচিত জনপ্রিয় ভারতীয় অভিনেতা ইমরান খানকে বলিউডে শেষবারের মতো দেখা যায় ২০১৫ সালে। ইমরানের আনুষ্ঠানিকভাবে অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে সেসময় বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয় মিডিয়াতে।
শোনা যাচ্ছে, বলিউডে আবারও ফিরতে যাচ্ছেন তিনি। তবে এবার অভিনেতা হিসেবে নয়; বরং পরিচালক হিসেবে।
ভারতীয় বিনোদনমূলক গণমাধ্যম বলিউড হাঙ্গামাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে পরিচালক হিসেবে একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন তিনি। আগামী বছর থেকে সিনেমার ডিরেকশন শুরু হতে পারে জানা গেছে।
"ইমরান সবসময়ই একজন পরিচালক হিসেবে কাজ করতে চেয়েছেন। তিনি কখনোই অভিনেতা হতে চাননি। তিনি এখন তার প্রথম পরিচালনার চিত্রনাট্যে কাজ করছেন," বলিউড হাঙ্গামাকে জানিয়েছে এক সূত্র।
স্বাভাবিকভাবেই তার ভক্তদের মনে প্রশ্ন আসতে পারে, ইমরান কি নিজের পরিচালনায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন?
উল্লিখিত সূত্রটি জানায়, অভিনয়ে কোনো আগ্রহ নেই ইমরানের। তিনি সবসময়ই পরিচালনা করতে চেয়েছেন, এবং সেটিই করবেন।
ইমরানের শেষ সিনেমা ছিল 'কাট্টি বাট্টি'। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন কঙ্গনা রানাউত।
অভিনেতা হিসেবে তার কর্মজীবনের ইতি টানার পর অবন্তিকা মালিক খানের সঙ্গে বিয়ের সময় আবারও খবরের পাতায় উঠে আসে তার নাম।