স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিশ্চিত করলেন ইমরান খান, জানালেন নতুন প্রেমিকার নামও
অনেক বছরের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বলিউড অভিনেতা অবশেষে নিশ্চিত করলেন, অবন্তিকা মালিকের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে।
ভোগ ইন্ডিয়াকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে ইমরান, বলেন ২০১৯ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। অভিনয়শিল্পী লেখা ওয়াশিংটনের সঙ্গে ডেট করার বিষয়টিও স্বীকার করেন তিনি।
ভোগ ইন্ডিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান বলেন, 'লেখা ওয়াশিংটনের সঙ্গে আমার রোমান্টিক সম্পর্ক থাকার গুঞ্জনটি সত্যি। আমি ডিভোর্সড এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতেই ছাড়াছাড়ি হয়ে গেছে।'
সামাজিক যোগাযোগমাধ্যমে লেখাকে নিয়ে করা বিভিন্ন নেতিবাচক মন্তব্য প্রসঙ্গেও কথা বলেন ইমরান। তিনি বলেন, 'গুজব আছে, লেখা ঘর ভেঙেছে। …লকডাউনের সময় লেখা আর আমি কাছাকাছি আসি। তারও দেড় বছর আগে অবন্তিকার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আর আগের সঙ্গীর সাথে তার এক বছর আগে লেখার ছাড়াছাড়ি হয়ে গেছে; তিনি ওর স্বামীও ছিলেন না।'
নিজের বিচ্ছেদ ও ফের সম্পর্কে জড়ানো নিয়ে এই প্রথম খোলাখুলি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন ইমরান।
২০১১ সালে অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। তাদের একটি মেয়ে আছে। ২০১৯ সালেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ওঠে, কিন্তু দুজনের কেউই এ নিয়ে মন্তব্য করেননি। ওই সময় অবশ্য অবন্তিকার মা এ গুঞ্জনকে উড়িয়েই দিয়েছিলেন।
দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা ইমরানকে ভক্তরা অনেকদিন ধরেই ক্যামেরার সামনে দেখতে চাইছেন ভক্ত-অনুরাগীরা। তাদের দাবির মুখে ইমরান এখন চিত্রনাট্য পড়ছেন, ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
তবে ইমরান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ক্যামেরার সামনে ফিরবেন একদম নিজের মতো করে।