মিস মার্ভেল: ডিজনির প্রথম মুসলিম সুপারহিরো সিরিজের প্রশংসায় সমালোচকেরা
ডিজনির প্রথম মুসলিম সুপারহিরোভিত্তিক টিভি সিরিজ 'মিস মার্ভেল' এর ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকেরা। সিরিজে অ্যাভেঞ্জার্স কমিক বইয়ের চরিত্র কমলা খান এর ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা পাকিস্তানি-কানাডিয়ান অভিনেত্রী ইমান ভেল্লানি। সিরিজে দেখা যায়, সুপারপাওয়ার লাভ করে মিস মার্ভেল হয়ে উঠেছেন কমলা।
সিরিজটিকে ইতোমধ্যেই ফাইভ-স্টার রিভিউ দিয়ে দ্য গার্ডিয়ান লিখেছে, "তিনি খুব মজার ও আকর্ষণীয় এবং সুনিপুণভাবে কুসংস্কার দূর করে দিয়েছেন।"
দ্য গার্ডিয়ান এর টিভি সমালোচক লুসি মাঙ্গান লিখেছেন, "সাধারণত একজন তরুণ অভিনেতাকে নিয়ে আপনি ভীত থাকেন, কিন্তু ইমান ভেল্লানিকে দেখে মনে হয় তিনি জন্মেছেন এই ক্ষমতাধর চরিত্রটিতে অভিনয়ের জন্যই।"
মাঙ্গানের ভাষ্যে, ৬ সিজনের এই ডিজনি সিরিজের মুক্তিপ্রাপ্ত দুটি এপিসোডেই ছিল হাসি-ঠাট্টা, মজা, বুদ্ধি ও সত্যের চমৎকার সংমিশ্রণ।
সত্তরের দশক থেকেই কমিক বইয়ের পাতা থেকে শুরু করে টিভির পর্দায় রাজত্ব করছে মার্ভেল সুপারহিরোরা। কিন্তু সম্প্রতি এর চরিত্রগুলোকে আরো বৈচিত্র্যময় করে তোলার প্রয়াস দেখা গেছে।
নতুন এই সিরিজ সম্পর্কে ইমান ভেল্লানি বলেন, এ ধরনের সিরিজ বা ছবিগুলোতে তার মতো চরিত্র খুব কম দেখা যায়। তার ভাষ্যে, "মার্ভেলের সুপারহিরোরা যারা পৃথিবীকে রক্ষা করে, সেখানে বাদামি গাত্রবর্ণের মেয়েদের দেখা যায় না।" ভেল্লানি নিজে বরং একজন শিল্পী, ভ্লগার এবং অ্যাভেঞ্জারস সুপারফ্যান হওয়ার দিকেই বেশি আগ্রহী।
মিস মার্ভেল সিরিজকে ফোর-স্টার রিভিউ দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, "টিভির পর্দায় অভিষেকেই বাজিমাত করেছেন ভেল্লানি। ঐতিহ্য রক্ষা ও শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের এক রোমাঞ্চকর গল্প এটি।"
সাংবাদিক ড্যান আইনভ সিরিজটির বর্ণনা দিয়েছেন এমনভাবে, যেখানে কমলা খান ওরফে ইমান ভেল্লানি খুব সাধারণ মুসলিম পরিবারের এক মেয়ে, যে কিনা পপ সংস্কৃতির ইতিহাসে খুব ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ।
২০১৪ সালে একটি সলো কমিক বই সিরিজে 'কমলা খান' চরিত্রটিকে প্রথম দেখা যায়। রোলিং স্টোন ম্যাগাজিন এই চরিত্রটিকে 'মার্ভেল সুপারহিরোদের তালিকায় একটি অসাধারণ সংযোজন' হিসেবে আখ্যা দেয়।
অ্যালান সেপিনওয়াল তার রিভিউতে লিখেছেন, শো এর প্রথম দুটি এপিসোডে কমলা, তার পরিবার, বন্ধুবান্ধব এবং তার স্থানীয় মুসলিম সম্প্রদায়কে জোরালভাবে তুলে ধরা হয়েছে। সুপারপাওয়ার লাভের মাধ্যমে সে পরিবার ও সমাজের গতানুগতিক প্রত্যাশার বাইরে নিজেকে উপস্থাপনের চেষ্টা করে।
মুক্ত অডিশনের মাধ্যমে এই চরিত্রের জন্য নির্বাচিত হওয়া ইমান ভেল্লানিও মনে করেন, এই সিরিজের মূল থিম এটাই যে নিজের গায়ে নির্দিষ্ট কোনো লেবেল না লাগানো এবং গতানুগতিকতার বাইরে নিজেকে নিয়ে যাওয়া ও নিজে যা হতে চাই, তাই হয়ে দেখানো।
সূত্র: বিবিসি